আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের এনটিআরসিএ কার্যালয় ঘেরাও

স্টাফ রিপোর্টার

১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের এনটিআরসিএ কার্যালয় ঘেরাও

শিক্ষক পদে নিয়োগের দাবিতে আবেদনবঞ্চিত ১৭তম নিবন্ধনধারীরা দ্বিতীয় দিনেও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয় ঘেরাও করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ে এই অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েছেন। কয়েকজন ভিন্ন পথ দিয়ে সরে পড়েছেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। বিভিন্ন সময়ে আইনশৃংখলা বাহিনীর হামলার শিকার হয়েও আন্দোলন থেকে পিছু হটছেন না শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার এনটিআরসিএ কার্যালয় ঘেরাও করেন তারা। এ সময় সংশ্লিষ্টরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশের অনুরোধে রাত ৮টায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে দ্বিতীয় দিনেও সেখানে অবস্থান নিয়েছেন।

আন্দোলনকারীরা জানান, তারা ১৭তম নিবন্ধন সনদ পেলেও কোনো আবেদনের সুযোগ পাননি। সম্প্রতি লক্ষাধিক শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিলেও বয়স না থাকায় তাতে আবেদনের সুযোগ পাচ্ছেন না তারা। তাই বিশেষ বিবেচনায় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চান ৭৩৯ চর বঞ্চিত নিবন্ধনধারী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...