১৮তম শিক্ষক নিবন্ধনপ্রত্যাশীদের এনটিআরসিএ ঘেরাও

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ২২: ১৬

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদ এবং চূড়ান্ত ফলাফল পুনঃনিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে এনটিআরসিএ কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন চাকরিপ্রত্যাশীরা।

রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে এ কর্মসূচি শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত অব্যাহত ছিল বলে নিলুফা ইয়াসমিন নামে আন্দোলকারীদের এক সমন্বয়ক জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ সময় আন্দোলনকারীরা এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও তিনি কার্যালয়ে ছিলেন না বলে জানানো হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাৎ করে।

তিনি আরো বলেন, আন্দোলনকারীদের বিষয়টি কাগজপত্র পর্যালোচনা করে জানানোর আশ্বাস দেন উপদেষ্টা। সচিবালয় থেকে প্রতিনিধিদলটি ফিরে আসা পর্যন্ত এনটিআরসিএ কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থান অব্যাহত ছিল। এ ছাড়া সোমবার সকাল ৯টা থেকে ফের একই স্থানে তারা ঘেরাওয়ের জন্য অবস্থান নেবেন বলে জানান নিলুফা ইয়াসমিন।

এর আগেও দাবি আদায়ে বেশকিছু কর্মসূচি পালন করেন তারা। তবে দাবি পূরণে কোনো সাড়া না পেয়ে নতুন এ কর্মসূচিতে নামেন আন্দোলনকারীরা।

সংশ্লিষ্টদের অভিযোগ, গত ৪ জুন প্রকাশিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে তাদের অন্যায়ভাবে ফেল করানো হয়েছে। ওই ফলাফল পুনর্মূল্যায়ন করে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ প্রদানের দাবি তাদের।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত