আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৮তম শিক্ষক নিবন্ধনপ্রত্যাশীদের এনটিআরসিএ ঘেরাও

স্টাফ রিপোর্টার
১৮তম শিক্ষক নিবন্ধনপ্রত্যাশীদের এনটিআরসিএ ঘেরাও

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদ এবং চূড়ান্ত ফলাফল পুনঃনিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে এনটিআরসিএ কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন চাকরিপ্রত্যাশীরা।

রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে এ কর্মসূচি শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত অব্যাহত ছিল বলে নিলুফা ইয়াসমিন নামে আন্দোলকারীদের এক সমন্বয়ক জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ সময় আন্দোলনকারীরা এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও তিনি কার্যালয়ে ছিলেন না বলে জানানো হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাৎ করে।

তিনি আরো বলেন, আন্দোলনকারীদের বিষয়টি কাগজপত্র পর্যালোচনা করে জানানোর আশ্বাস দেন উপদেষ্টা। সচিবালয় থেকে প্রতিনিধিদলটি ফিরে আসা পর্যন্ত এনটিআরসিএ কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থান অব্যাহত ছিল। এ ছাড়া সোমবার সকাল ৯টা থেকে ফের একই স্থানে তারা ঘেরাওয়ের জন্য অবস্থান নেবেন বলে জানান নিলুফা ইয়াসমিন।

এর আগেও দাবি আদায়ে বেশকিছু কর্মসূচি পালন করেন তারা। তবে দাবি পূরণে কোনো সাড়া না পেয়ে নতুন এ কর্মসূচিতে নামেন আন্দোলনকারীরা।

সংশ্লিষ্টদের অভিযোগ, গত ৪ জুন প্রকাশিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে তাদের অন্যায়ভাবে ফেল করানো হয়েছে। ওই ফলাফল পুনর্মূল্যায়ন করে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ প্রদানের দাবি তাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন