আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

আমার দেশ অনলাইন

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কর্মসূচি আগামী জানুয়ারি মাসে শুরু হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে বদলির সফটওয়্যার তৈরি ও কার্যক্রম সময়মতো শুরু করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের সময় বেসরকারি শিক্ষকরা বিভিন্ন দায়িত্ব পালন করেন, তাই এই সময়ের মধ্যে বদলি কার্যক্রম চালানো কঠিন। ফলে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরই বদলি শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, ২০২৬ সালের মার্চ মাস থেকে শিক্ষকদের বদলি কার্যক্রম কার্যকর করা যেতে পারে।

বছর ধরে একই প্রতিষ্ঠানে থাকায় শিক্ষকদের পরিবর্তনের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও সফটওয়্যার তৈরির জটিলতা এবং আদালতের বাধার কারণে বদলির প্রক্রিয়া বারবার স্থগিত হয়েছে।

তবে সম্প্রতি টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এবার নির্বাচনের কারণে বদলি কার্যক্রম আবারও অনিশ্চিত হয়ে পড়ায় শিক্ষকদের মধ্যে অপেক্ষার চাপ আরো বেড়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয় এই দিক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নির্বাচন পরবর্তী সময়ে দ্রুত বদলির প্রক্রিয়া চালুর প্রতিশ্রুতি দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন