এইচএসসিতে এবার পাসের হার কমেছে কুমিল্লা বোর্ডে

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২: ৪৬

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.৮৬ । এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছে ৯৯ হাজার ৫৭৬ জন শিক্ষার্থী। পাস করেছে ৪৮৬৫৭ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল দশটায় কুমিল্লা শিক্ষা বোর্ড হলরুমে ফলাফল প্রকাশ করেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর ছামসুল ইসলাম।

এবার কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৫টি প্রতিষ্ঠান। কোন শিক্ষার্থী পাস করেনি ৯টি প্রতিষ্ঠানে । ৯৯ হাজার ৫৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ছাত্র পাস করেছে ১৭ হাজার ৯৫৬ ছাত্রী ৩০ হাজার ৭০১ জন শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর রুনা নাসরিন জানান, এবার কুমিল্লা বোর্ডে পাশের হার কমেছে ২২.২৯ ‌। গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাস করেছিল ৭১.১৫ ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত