
স্টাফ রিপোর্টার

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের বেশি সংখ্যক শিক্ষার্থীকে ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ ‘ইরাসমাস প্লাস স্কলারশিপের’ আওতায় আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।
বুধবার ইউজিসি অডিটোরিয়ামে ‘ইরাসমাস প্লাস ইনফরমেশন-ডে’ শীর্ষক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি, যৌথ গবেষণা পরিচালনাসহ উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য ইউজিসি এ অবহিতকরণ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম ও ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্ট এবং ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন।
প্রধান অতিথির অধ্যাপক মাছুমা হাবিব বলেন, ইরাসমাস প্লাস স্কলারশিপপ্রাপ্তদের মধ্যে সারাবিশ্বে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থান তৃতীয়। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ইরাসমাস প্লাস স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা বৃদ্ধি, ইইউ’র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র স্থাপন এবং বিশ্ব দরবারে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছে বলে তিনি জানান। এ সময় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য ইইউ প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আইয়ুব ইসলাম বলেন, দেশে চাকরির বাজারে দক্ষ মানবসম্পদের যথেষ্ট ঘাটতি রয়েছে। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে শিক্ষার্থীদের যথার্থ দক্ষ করে গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন দেশের মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে বলে তিনি জানান।
ইইউ’র ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা বলেন, ইউরোপীয় ইউনিয়ন গুণগত শিক্ষা ও সুশাসন নিশ্চিতকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। ইরাসমাস প্লাস ইনফরমেশন-ডে এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপ বিষয়ে অবহিত হবে এবং বিগত বছরগুলোর চেয়ে অধিক সংখ্যক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউজিসির পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা, ইউরোপীয়ান কমিশনের রিজিওনাল ম্যানেজার (এশিয়া) ড. আশিকুর রহমান, একাডেমিক এক্সপার্ট ড. জেনি লিন্ড এলমাকো, তাইওয়ান ইউ সেন্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. মার্ক চেং, ইরাসমাস মুন্ডাস এসোসিয়েশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সৌভিক রায় স্নিগ্ধ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপ-পরিচালক সৈয়দ রায়হান-উল-ইসলাম অনুষ্ঠানে ইরাসমাস প্লাস এর বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন।
সভায় ৬০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইউজিসি ও ইইউ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের বেশি সংখ্যক শিক্ষার্থীকে ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ ‘ইরাসমাস প্লাস স্কলারশিপের’ আওতায় আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।
বুধবার ইউজিসি অডিটোরিয়ামে ‘ইরাসমাস প্লাস ইনফরমেশন-ডে’ শীর্ষক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি, যৌথ গবেষণা পরিচালনাসহ উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য ইউজিসি এ অবহিতকরণ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম ও ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্ট এবং ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন।
প্রধান অতিথির অধ্যাপক মাছুমা হাবিব বলেন, ইরাসমাস প্লাস স্কলারশিপপ্রাপ্তদের মধ্যে সারাবিশ্বে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থান তৃতীয়। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ইরাসমাস প্লাস স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা বৃদ্ধি, ইইউ’র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র স্থাপন এবং বিশ্ব দরবারে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছে বলে তিনি জানান। এ সময় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য ইইউ প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আইয়ুব ইসলাম বলেন, দেশে চাকরির বাজারে দক্ষ মানবসম্পদের যথেষ্ট ঘাটতি রয়েছে। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে শিক্ষার্থীদের যথার্থ দক্ষ করে গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন দেশের মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে বলে তিনি জানান।
ইইউ’র ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা বলেন, ইউরোপীয় ইউনিয়ন গুণগত শিক্ষা ও সুশাসন নিশ্চিতকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। ইরাসমাস প্লাস ইনফরমেশন-ডে এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপ বিষয়ে অবহিত হবে এবং বিগত বছরগুলোর চেয়ে অধিক সংখ্যক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউজিসির পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা, ইউরোপীয়ান কমিশনের রিজিওনাল ম্যানেজার (এশিয়া) ড. আশিকুর রহমান, একাডেমিক এক্সপার্ট ড. জেনি লিন্ড এলমাকো, তাইওয়ান ইউ সেন্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. মার্ক চেং, ইরাসমাস মুন্ডাস এসোসিয়েশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সৌভিক রায় স্নিগ্ধ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপ-পরিচালক সৈয়দ রায়হান-উল-ইসলাম অনুষ্ঠানে ইরাসমাস প্লাস এর বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন।
সভায় ৬০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইউজিসি ও ইইউ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।
২ ঘণ্টা আগে
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা হয়, ১২ ও ১৩ নভেম্বর অনলাইনে ক্লাস হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথম অনলাইনে ক্লাস নেওয়ার কথা বললেও পরে তা প্রত্যাহার করে। আরো বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথমে একই ধরনের নোটিশ জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেয় বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২য় বারের মতো আগামী ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিসেন্ট এডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলোজি' শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স-২০২৫।
৫ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের সময়ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে। পাশাপাশি শীতকালীন ছুটির সময়সূচি পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
৯ ঘণ্টা আগে