বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই: জাবি ভিসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৫১

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান বলেন, ২০০০ হাজার ছাত্র-জনতার যে রক্ত, সেই রক্ত এখনো শুকায় নাই। তারা রক্ত দিয়েছে দেশটাকে নতুন করে গড়তে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যাপক কামরুল আহসান বলেন, আমি কৃতজ্ঞতা জানাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এ দায়িত্ব পালন করা সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের। আপনারা অমানুষিক পরিশ্রম করছেন এই নির্বাচন সফল করতে। একটি অভিযোগের প্রেক্ষিতে ওয়েমার মেশিনে ভোট গণনার যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়া নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে।

জাবি ভিসি আরো বলেন, এই নির্বাচনের দায়িত্বে যেটা আমাদের জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ছিল। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সেটা শুরু হয়েছে। আমরা এটার অংশীজন। ডাকসু হয়েছে, জাকসু হচ্ছে। ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা পরিপূর্ণ হবে। আমি বিশ্বাস করি জুলাই চেতনার জায়গা থেকে আপনারা অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি শারীরিকভাবে হাতে কোন কাজ করতে না পারলেও হৃদয় দিয়ে আপনাদের সাথে আছি। আপনাদের বা নির্বাচন কমিশনের যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করতে সাথে আছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত