ঢাকাস্থ ইতালি দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ফেদেরিকো জাম্পারেল্লি আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান বলেন, ২০০০ হাজার ছাত্র-জনতার যে রক্ত, সেই রক্ত এখনো শুকায় নাই। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, প্রার্থী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।