নোবিপ্রবিতে পরিবারসহ অবসর সময় কাটাচ্ছেন ঢাবি উপাচার্য

প্রতিনিধি, নোবিপ্রবি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরিবারসহ অবসর সময় কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বৃহস্পতিবার রাতে পরিবারসহ নোবিপ্রবি ক্যাম্পাসে আসেন তিনি।

বিজ্ঞাপন

অবসর সময় কাটাতে নিজ পরিবারসহ নোবিপ্রবির ভিসি বাংলোতে অবস্থান করছেন ঢাবি উপাচার্য। এসময় উপাচার্যকে বর্ষি দিয়ে পুকুরে মাছ শিকার, সকালে মর্নিং ওয়াক, রাতে ক্যাম্পাসে হাটা এবং শিক্ষক-কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করতে দেখা যায়।

এ বিষয়ে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক আমার দেশকে বলেন, অফিসিয়াল কাজের বাহিরেই ঢাবি উপাচার্যের এই সফর। তিনি পরিবারসহ এসেছেন। দাপ্তরিক কাজের বাহিরে আগামী রোববার পর্যন্ত থাকবেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত