অটো পাসের দাবি না মানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা

স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৬: ৪৭

অটো পাসের দাবি না মানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর অকৃতকার্য শিক্ষার্থী ও কিছু দুষ্কৃতকারীর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তিনি গাড়ি থেকে নামার সময় এ হামলার ঘটনা ঘটে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, স্নাতক (পাস) কোর্স ২০২২ সালের পরীক্ষার্থীদের একটি দল অটো পাসের দাবিতে হঠাৎ করে ভিসির গাড়ি ঘিরে ফেলে স্লোগান দিতে থাকে। সেই মুহূর্তে তাদের ভিড়ে লুকিয়ে থাকা কিছু উসকানিদাতা দুষ্কৃতকারী ভিসিকে ঘিরে ধরে শারীরিক আক্রমণের চেষ্টা করে। হামলায় ভিসি সামান্য আহত হন। নিরাপত্তাকর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, অটো পাসের দাবিতে এই ব্যাচের শিক্ষার্থীরা এর আগেও একাধিকবার বিশৃঙ্খলা করে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করে, যাতে ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করে। করোনা মহামারি ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রেস নম্বরও দেওয়া হয়। খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেওয়া হয়, যার ফলাফল চলতি মাসেই প্রকাশিত হবে।

বিজ্ঞাপন

জনসংযোগ বিভাগের এই কর্মকর্তা বলেন , তা সত্ত্বেও বিভিন্ন মহলের উসকানিতে কিছু অকৃতকার্য শিক্ষার্থী আবারও অটো পাসের দাবিতে আন্দোলনে নামে এবং এ সুযোগে দুষ্কৃতকারীরা এ ন্যক্কারজনক হামলা চালায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মাসুদ রানা আতাউর জানান, হামলার সময় তিনি নিজেও আহত হয়েছেন এবং ভিসির একান্ত সচিব আমিনুল আক্তারও আহত হন । প্রক্টর আরো বলেন, আন্দোলনরত ছাত্ররা হঠাৎ করে ভিসি স্যারকে ঘিরে ধরে। সে সুযোগে দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, কোনো অবস্থাতেই কোনো ব্যাচকে অটো পাস দেওয়া হবে না। আমরা হামলাকারীদের শনাক্ত করেছি এবং গাজীপুরের গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত