গাজীপুরের টঙ্গীতে বিসিক এলাকার ‘ট্যাংগন গার্মেন্টস লিমিটেড’ পোশাক কারখানার ভেতর থেকে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে এ লাশ উদ্ধার করা হয়।
দুর্নীতিবাজ, অত্যাচারী, লম্পট ও নারী লোভী নির্বাহী পরিচালকের অপসারণের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেন। এ সময় মৈত্রী শিল্পের প্রধান ফটকে উত্তেজিত ১৬০ জন শ্রমিক-কর্মচারীরা এক মানববন্ধনে মিলিত হন।
নিহত জাহিদুল আহসান জিহাদ টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।