যবিপ্রবির সাবেক ভিসি কারাগার থেকে হাসপাতালে

স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২১: ৫৯

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে (৬৮) কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্নীতি-সংক্রান্ত মামলায় তিনি কারাবন্দি আছেন।

হাসপাতাল সূত্র জানায়, ড. আব্দুস সাত্তার সোমবার যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. শাকিরুল ইসলাম পরীক্ষা করে দেখেন, ড. সাত্তার উচ্চ রক্তচাপে ভুগছেন। তখনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কমলেশ মজুমদারসহ বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কারা হাসপাতালের চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেন হাসপাতালে যান।

ডা. শাকিরুল ইসলাম বলেন, ড. সাত্তারের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সিটি স্ক্যানের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম জানান, দুদকের দুটি মামলার আসামি হিসেবে ড. সাত্তার কয়েক মাস ধরে কারাগারে আছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত