আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের ঢাবি উপাচার্য

কাদা ছোড়াছুড়ি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

প্রতিনিধি, ঢাবি
কাদা ছোড়াছুড়ি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিশ্চিত করতে কাদা ছোড়াছুড়ি পরিহার করে মূল বিষয়ে ফোকাস রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের কার্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, “ডাকসু প্রসঙ্গে দুটি আইনি নোটিশ ও রিট আমরা এ পর্যন্ত পেয়েছি। আমরা আইনজ্ঞের মাধ্যমে সেগুলো সমাধানের চেষ্টা করেছি। আজকে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর প্রার্থিতার বিষয়ে রিট করেছে। এ বিষয়ে নিয়োজিত আমাদের আইনজ্ঞ তাৎক্ষণিকভাবে কাজ করেছেন।”

তিনি আরও বলেন, “৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই। তবে আগামীকাল এ রিটের শুনানি হবে। ইতোমধ্যে ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে। তারা প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন।”

ড. নিয়াজ আহমদ খান বলেন, “ডাকসু একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এ বিষয়ে কোনো রাখঢাক নেই। অনেক বাধা-বিপত্তি এসেছে, মামলা-মোকদ্দমাও হচ্ছে। তবে আমরা অংশীজনদের নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখা সম্ভব হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন