চট্টগ্রাম ব্যুরো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শরৎকালীন সেমিস্টার-২০২৫ এর অনার্স প্রোগ্রামের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জীবনে এই বড় সুযোগ সবাই পায় না। তাই যারা এই সুযোগ পেয়েছেন, তাদের এর সদ্ব্যবহার করা উচিত। অন্যথায় ভবিষ্যতে অনেক ভুগতে হবে।” নিজের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমি নিজেও মনে করি, বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পেরে আমার এই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগানো উচিত।
ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিশ্ববিদ্যালয় হলো এক মহাসাগর, যা একজন শিক্ষার্থীকে পুরো বিশ্বের সঙ্গে সংযুক্ত করে। এখানে নেটওয়ার্ক গড়ে তোলার সবচেয়ে বড় সুযোগ থাকে, যা ভবিষ্যতে পেশাজীবনে কাজে লাগে। তিনি আরও বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রে আরবি ভাষা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই শিক্ষার্থীদের এটি শেখা উচিত। এটি তাদের অন্যতম যোগ্যতা হতে পারে।
উপাচার্য সিভি লেখার গুরুত্ব তুলে ধরে বলেন, “সিভি লেখাকে কখনও হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এর মাধ্যমেই একজন মানুষ কতটা জানে তা ফুটে ওঠে।” তিনি শিক্ষার্থীদের সঠিক পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষক ও শিক্ষার পাশাপাশি খারাপ বিষয়ও থাকে। কোনটা বেছে নেবে, সেটি তোমার সিদ্ধান্ত।
তিনি উল্লেখ করেন, বর্তমান একাডেমিক জগৎ তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের আত্মপ্রত্যয় এবং জ্ঞান সাধনার মাধ্যমে নিজেদের তৈরি করতে হবে।
ড. নিয়াজ আহমেদ খান আরও বলেন, আইআইইউসি আগের চেয়ে অনেক বড় হয়েছে এবং এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের স্থান করে নিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা কঠিন ও চ্যালেঞ্জিং কাজ।
আইআইইউসি'র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি'র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান এবং বিওটি সদস্য প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি'র ট্রেজারার ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অর্গানাইজিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শরৎকালীন সেমিস্টার-২০২৫ এর অনার্স প্রোগ্রামের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জীবনে এই বড় সুযোগ সবাই পায় না। তাই যারা এই সুযোগ পেয়েছেন, তাদের এর সদ্ব্যবহার করা উচিত। অন্যথায় ভবিষ্যতে অনেক ভুগতে হবে।” নিজের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমি নিজেও মনে করি, বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পেরে আমার এই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগানো উচিত।
ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিশ্ববিদ্যালয় হলো এক মহাসাগর, যা একজন শিক্ষার্থীকে পুরো বিশ্বের সঙ্গে সংযুক্ত করে। এখানে নেটওয়ার্ক গড়ে তোলার সবচেয়ে বড় সুযোগ থাকে, যা ভবিষ্যতে পেশাজীবনে কাজে লাগে। তিনি আরও বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রে আরবি ভাষা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই শিক্ষার্থীদের এটি শেখা উচিত। এটি তাদের অন্যতম যোগ্যতা হতে পারে।
উপাচার্য সিভি লেখার গুরুত্ব তুলে ধরে বলেন, “সিভি লেখাকে কখনও হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এর মাধ্যমেই একজন মানুষ কতটা জানে তা ফুটে ওঠে।” তিনি শিক্ষার্থীদের সঠিক পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষক ও শিক্ষার পাশাপাশি খারাপ বিষয়ও থাকে। কোনটা বেছে নেবে, সেটি তোমার সিদ্ধান্ত।
তিনি উল্লেখ করেন, বর্তমান একাডেমিক জগৎ তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের আত্মপ্রত্যয় এবং জ্ঞান সাধনার মাধ্যমে নিজেদের তৈরি করতে হবে।
ড. নিয়াজ আহমেদ খান আরও বলেন, আইআইইউসি আগের চেয়ে অনেক বড় হয়েছে এবং এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের স্থান করে নিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা কঠিন ও চ্যালেঞ্জিং কাজ।
আইআইইউসি'র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি'র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান এবং বিওটি সদস্য প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি'র ট্রেজারার ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অর্গানাইজিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে