খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে বিপ্লব ঘটাতে চাই: জাবি ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ২০: ৩৪

‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে বিপ্লব ঘটাতে চাই’ -বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ মন্তব্য করেছেন।

শুক্রবার সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’ চূড়ান্ত পর্বের উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ভিসি বলেন, ‘খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। ইতোমধ্যে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের জন্য এবং তাদেরকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য সিলেবাস সংস্কারের মাধ্যমে সফট স্কিল, হার্ডস্কিল ও কারিগরি শিক্ষা আবশ্যক হিসেবে সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি।’

তিনি আরো বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের ৬৪টি জেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র, আটটি লার্নিং সেন্টার, একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং আটটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হয়েছে।’

এ সময় তিনি কালচারাল সেন্টার ও স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট চালু করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

তিনি এই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে শুধু ক্রীড়া চর্চাই নয়, বরং সৌহার্দ্য, সহযোগিতা ও শৃঙ্খলা বোধের উন্মেষ ঘটাবে বলে আশা প্রকাশ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর মো. লুৎফর রহমান এর সভাপতিত্বে উদ্‌বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং বিকেএসপির পরিচালক কর্নেল মো. গোলাম মাবুদ হাসান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের পরিচালক ও সচিব এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিনুল আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক এবং স্পোর্টস বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত