মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশের শুরু

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ২২: ৩১
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ২২: ৩৫

সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও। তারা গুঁড়িয়ে দিয়েছে নেপালকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতেছে শ্রীলঙ্কাও।

বিজ্ঞাপন


মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ শুরু হয়েছে। প্রথম দিনে কোর্টে গড়িয়েছে তিনটি ম্যাচ। তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ ও তুর্কমেনিস্তানকে তেমন কোনো দুর্ভাবনায় পড়তে হয়নি। প্রথম ও তৃতীয় সেটে বাংলাদেশকে যা একটু চাপে ফেলতে পেরেছিল মালদ্বীপ। তবে ২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১ পয়েন্টে জিতে শুভসূচনা করেন হরসিতরা।

অপর ম্যাচে তুর্কমেনিস্তান সরাসরি ৩-০ সেটে নেপালকে হারায়। তবে জমজমাট লড়াই হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে। শেষ পর্যন্ত ৩-২ জিতেছে শ্রীলঙ্কা। আগামী শুক্রবার নেপালের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত