আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জয়ে সিরিজ শেষ ভারতের

স্পোর্টস ডেস্ক

জয়ে সিরিজ শেষ ভারতের

টি-টোয়েন্টি সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছিল ভারত। এবার সিরিজ শেষ করল তারা জয় দিয়ে। ইশান কিষানের সেঞ্চুরি আর আর্শদীপ সিংয়ের ফাইফারে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪৬ রানে হারিয়েছে ভারতীয়রা। এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতল ভারত।

ইনিংসের শুরুতে ব্যাট হাতে জ্বলে উঠেন ইশান কিষান। ব্যাটিংয়ে ঝলক দেখান সূর্যকুমার যাদবও। ইশান (১০৩) হাঁকান সেঞ্চুরি আর সূর্যকুমার (৬৩) ফিফটি। আর হার্দিক পান্ডিয়া এনে দেন ৪২ রান। তাতে ৫ উইকেট হারিয়ে ২৭১ রানের বড় পুঁজি পায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ে দাপট দেখান ফিন অ্যালেন। তবে মিস করেন সেঞ্চুরি। সন্তুষ্ট থাকেন ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। তবে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। আর্শদীপ সিং একাই শিকার করেন ৫ উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...