আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গবেষণা চুরির অভিযোগ সত্ত্বেও দুই শিক্ষককে পদোন্নতির উদ্যোগ

প্রতিনিধি, জবি
গবেষণা চুরির অভিযোগ সত্ত্বেও দুই শিক্ষককে পদোন্নতির উদ্যোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের দুই শিক্ষককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও গবেষণা চুরির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তাধীন রয়েছে ওই দুই শিক্ষক। শনিবার তাদের পদোন্নতির বিষয়ে সিলেকশন বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিলেকশন বোর্ডে দর্শন বিভাগের দুই শিক্ষক—মো. জসিম খান ও ড. মর্জিনা খাতুনের নাম সহযোগী অধ্যাপক হিসেবে সুপারিশ করা হয়। তবে অভিযোগ রয়েছে, জসিম খানের গবেষণাপত্রের ৯৩ শতাংশ এবং মর্জিনা খাতুনের প্রবন্ধের ৭৭ শতাংশ অংশ চুরিকৃত বা হুবহু নকল। ঘটনাটি সামনে আসার পর একজন জ্যেষ্ঠ অধ্যাপক ২০২৪ সালের ৭ মার্চ শিক্ষা সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ২৭ মার্চ শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে তদন্তের নির্দেশ দেয়। একই বছরের ৪ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তৎকালীন উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম সেই সময় তদন্তাধীন বিষয়টি সিন্ডিকেটে উপস্থাপন করেননি।

বিজ্ঞাপন

গত ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে অভিযুক্ত দুই শিক্ষক পুনরায় পদোন্নতির জন্য আবেদন করেন। বিষয়টি জানার পরও দর্শন বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাফিজুল ইসলাম আবেদন গ্রহণ করে নতুন করে বোর্ড সভার আহ্বান করেন। মার্চে একবার সভা ডাকার চেষ্টা হলেও তা স্থগিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষক বলেন, গবেষণায় চুরি করে যদি কেউ অধ্যাপক হন, তবে আমরা কিসের শিক্ষাদান করছি? এটা নৈতিকতার চরম অবক্ষয়।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাফিজুল ইসলাম বলেন, অভিযোগ বিভাগীয় বিষয় নয়। আবেদন এলে আমরা সেটি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাই।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এটি সম্ভবত এবার সিন্ডিকেটে যাবে। উপাচার্য মহোদয় বিষয়টি জানেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, বিষয়টি নিয়ম অনুযায়ী বিবেচনা করা হবে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন