এসএসসির পুনঃনিরীক্ষণে বেড়েছে পাস ও জিপিএ ৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৯: ১৮

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী ফেল থেকে পাসের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে। রোববার সকাল ১০টার পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ও মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

আন্তঃশিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার সবচেয়ে বেশি পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে গণিত বিষয়ে। এছাড়া ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র,পদার্থ বিজ্ঞান ইত্যাদি বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন পরীক্ষার্থীরা।

সূত্রমতে, ঢাকা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন। তাদের মধ্যে দুই হাজার ৯৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

ফেল থেকে পাস করেছেন ২৯৩ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন তিনজন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন।

কুমিল্লা বোর্ডে ৩৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। মোট ৭৫ হাজার ৮৭৭টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। ৮৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১৯০ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন।

বরিশাল শিক্ষা বোর্ডে ১৩ হাজার ২৬৪ জন শিক্ষার্থী ৩৮ হাজার ৪৩৭টি উত্তরপত্র নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ২৭৬ জনের গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে। আর ফেল থেকে পাস ২৬ জন এবং একই সংখ্যক শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

রাজশাহী শিক্ষা বোর্ডে ৬১ হাজার ৩১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন করেছিলেন শিক্ষার্থীরা। এরমধ্যে নম্বর পরিবর্তন হয়েছে ৭৮৩ জনের। গ্রেড পরিবর্তন হয়েছে ৩২৩ জনের। ফেল থেকে পাস করেছেন ৪৮ জন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ৭৮ হাজার ১৯২টি খাতা চ্যালেঞ্জের আবেদন করেছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে এক হাজার ৭৪২টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। এক হাজার ৬৬৯ শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। গ্রেড পরিবর্তন হয়েছে ৬৪৬ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৫ জন। ফেল থেকে পাস করেছেন ৬৪ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ৬১ হাজার ২৮৭টি খাতা চ্যালেঞ্জের আবেদন করেছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে এক হাজার ৪৮৭টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ জন। ফেল থেকে পাস করেছেন ৯৯ জন।

মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করা প্রায় ১ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। তাদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন। ফেল থেকে পাস করেছেন ৯৯১ জন শিক্ষার্থী। এবারের ফল পুনঃনিরীক্ষণে মাদ্রাসা বোর্ড থেকে ৬০ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত