‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর ইবি

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২৩: ৪৯
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২: ৫৩

‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়েছে উঠেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নিয়ে "ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ", "মুজিববাদ মুর্দাবাদ", "জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে", আবু সাইদের বাংলায়, মুজিববাদের ঠাঁই নাইসহ বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এসএম সুইট বলেন, এক বছর আগে মুজিববাদের কবর রচনা করা হলেও এখন তা নতুনভাবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। মাইলস্টোনের মর্মান্তিক ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের পোষা কুকুরেরা ছাত্র-জনতার বিপক্ষে দাঁড়িয়েছে। তাদের লুকিয়ে থাকা সন্ত্রাসীরা দেশি-বিদেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিপ্লবী ছাত্র-জনতার ওপর হামলা করেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুজিববাদের নিদর্শন ধ্বংস করার জন্য প্রশাসনকে একাধিকবার আল্টিমেটাম দিয়েছি, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ ২০ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, এর মধ্যে মুজিববাদের সব নিদর্শন ধূলিসাৎ করবেন।

তিনি বলেন, একটি সুবিধাভোগী চক্র মুজিববাদীদের সঙ্গে মিলে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনাদের মনে রাখা উচিত যে আপনারা একসময় গণহত্যা করেছেন। আপনাদের এ বোধশক্তি না থাকলে এই বিশ্ববিদ্যালয়ে আপনাদের আসার প্রয়োজন নেই। যারা জুলাইয়ের আবহকে ব্যাহত করতে আসবে, আমরা তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবো।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত