রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন রাবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক আমার দেশের ক্যাম্পাস প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে আরো ৭ জন বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের চার দশক পূর্তি উপলক্ষ্যে সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম; স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় বিজয়ীদের নাম ঘোষণা ও ক্রেস্ট প্রদান করা হয়।
ফিচার ক্যাটাগরিতে বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার রাবি প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম, বিশেষ ক্যাটাগরিতে কালবেলা রাবি প্রতিনিধি আজহারুল ইসলাম তুহিন, গবেষণা ক্যাটাগরিতে আবু ছালেহ শোয়েব। এছাড়া ডেইলি ইভেন্টে যৌথভাবে সৈয়দ মাহিন, নাসিমুল মুহিত ইফাত ও বিপ্লব উদ্দিন, উদীয়মান ক্যাচাগরিতে যৌথভাবে মো. রাফসান আলম ও জুবায়ের হোসাইন নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে অনূভুতি জানিয়ে ফাহিম বলেন, এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত নয়, বরং সিনিয়র–জুনিয়রসহ প্রেসক্লাব পরিবারের সবার সহযোগিতার ফল। সিনিয়রদের দিকনির্দেশনা, সমর্থন আমাকে দায়িত্বশীল হতে শিখিয়েছে। একই সঙ্গে জুনিয়রদের প্রাণশক্তি, কৌতূহল ও সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আজ বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছি আমি মনে করছি আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। এই সম্মান আমাকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহ দেবে।
সভায় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান ও রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হকসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

