রাকসুর ২৩ পদে কে কত ভোট পেয়েছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২১: ০১

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদের ২০টি পদেই বিজয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সন্মিলিত শিক্ষার্থী প্যানেল। বাকী ৩টি পদে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দীন আম্মার, ক্রীড়া সম্পাদক নার্গিস আক্তার, বিজ্ঞান বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোহা।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানান রাকসু নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

বিজয়ীদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন জানিয়েছে, ভিপি পদে মোস্তাকুর রহমান (জাহিদ) ১২ হাজার ৬৮৭টি ভোট পেয়ে জয়ী হয়েছে। জিএস পদে সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি। এজিএস পদে এস এম সালমান সাব্বির ৬৯৭৫ ভোট পেয়েছেন।

এ ছাড়া ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে নার্গিস খাতুন ৭৭৮৫ ভোট পেয়েছেন। সহকারী ক্রীড়া সম্পাদক পদে আবু সায়ীদ মোহাম্মদ নুন পেয়েছেন ৭৭৯৪ ভোট।

সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জাহিদ হাসান জোহা ৯৭৯১ ভোট, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রাকিবুল ইসলাম ৭৪০২ ভোট পেয়েছেন।

মহিলা বিষয়ক সম্পাদক পদে সাইয়িদা হাফছা ৯৫৯৩ ভোট, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে সামিয়া জাহান ১০৬১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তথ্য ও গবেষণা সম্পাদক পদে বিএম নাজমুস সাকিব পেয়েছেন ৭০৯২ ভোট, সহকারী তথ্যকারী গবেষণা পদে সিফাত আবু সালেহ পেয়েছেন ৯০৫৭ ভোট, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে মো:মুজাহিদুল ইসলাম পেয়েছেন ৭৩০৯ ভোট, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে আসাদুল্লাহ পেয়েছেন ৬৬১১ ভোট।

এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তোফায়েল আহমেদ তোফা পেয়েছেন ৬৭৮০ ভোট। তিনি একমাত্র স্বতন্ত্র ভাবে বিজয়ী। সহকারী বিজ্ঞান ও প্রযুক্তু সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম সায়ীম ৮০৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ইমরান মিয়া লস্কর ৬৯৯৯, সহ-বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে নয়ন হোসেন ৭৩৩০, পরিবেশ ও সমাজকল্যাণ পদে আব্দুল্লাহ মাসুদ ৬১৬৩, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ পদে মাসুম ইসরাত মুমু ৬৬৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

এদিকে নির্বাহী সদস্য-১ এ দ্বীপ মাহবুব পেয়েছে ৬৮৭১ ভোট, নির্বাহী সদস্য-২ এম জিয়াউল হক কামালী ৬০১৯ ভোট, নির্বাহী সদস্য-৩ সুজন চন্দ্র ৫২৯১ ভোট, নির্বাহী সদস্য-৪ এ এবিএম খালেদ ৫০৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত