আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউজিসিতে মানববন্ধন ও স্মারকলিপি

সাত কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত করার দাবি শিক্ষকদের

স্টাফ রিপোর্টার

সাত কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত করার দাবি শিক্ষকদের

প্রস্তাবিত কাঠামোতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ না করার দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষকরা। বরং নাম ঠিক রেখে নতুন বিশ্ববিদ্যালয়ের আলাদা ক্যাম্পাস করে সাত কলেজকে তার অধিভুক্ত করার প্রস্তাব করেছেন তারা।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে এসব কথা জানান শিক্ষকরা। পরে এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও দেন তারা।

বিজ্ঞাপন

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, প্রস্তাবিত কাঠামোয় সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে উচ্চশিক্ষা সংকোচন, নারীশিক্ষার প্রতিবন্ধকতা এবং শতবর্ষী ঐতিহ্য ও স্বাতন্ত্র্য ধ্বংসের হুমকি রয়েছে। এজন্য প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় না করে পৃথক ক্যাম্পাস স্থাপন করে এ সাতটি সরকারি কলেজকে নতুন এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হোক। তবে বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ থাকতে পারে।

এ সময় সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির আহ্বায়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যাপক মাহফিল আরা বেগম লিখিত বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সাত কলেজকে অব্যাহতি দিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পরিকল্পনা চলমান। কিন্তু হঠাৎ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে যে কাঠামো সামনে এসেছে, তা এ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা সংকোচন, শিক্ষার গুণগত মান হ্রাস এবং ইতিহাস ও ঐতিহ্যের পরিপন্থী।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী উচ্চশিক্ষা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, গবেষণা শক্তিশালীকরণ এবং ধাপে ধাপে সম্মান কোর্সে রূপান্তরের কথা বলা হলেও প্রস্তাবিত নতুন কাঠামো তার সম্পূর্ণ বিপরীত।

তারা বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত হবে। পুরান ঢাকায় উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে নির্ভরযোগ্য কবি নজরুল কলেজ রূপান্তরিত হলে দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের উত্তর ঢাকায় যেতে হবে, যা শহরের যানজটে নতুন সংকট তৈরি করবে।

আন্দোলনকারী শিক্ষকরা এ সময় প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, গবেষণা বাজেট বরাদ্দ, আধুনিক ল্যাব ও গ্রন্থাগার সুবিধা, আবাসন সংকট নিরসন এবং বৃত্তি বাড়ানোর মাধ্যমে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার দাবি জানান।

এদিকে শিক্ষকদের এ কর্মসূচির খবরে গতকাল ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেছে বলে জানা গেছে। তারা শিক্ষকদের আন্দোলনকে নতুন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...