শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) অনুষ্ঠানের নিশ্চয়তা না দিতে পারলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সোমবার রাত ৮টার দিকে প্রশাসনের সাথে দীর্ঘ বৈঠক শেষে প্রশাসনিক ভবনের সামনে এই আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, একটি দল ক্ষমতায় আসার আগেই অধিকার বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। শাকসু বন্ধ করতে পারলে, আর কোনো ছাত্র সংসদ নির্বাচন তারা হতে দেবে না। এ সময় তারা আইন-আদালতের মারপ্যাচে শাকসু বন্ধ না করার আহ্বান জানান।
শাকসু নির্বাচনের পক্ষে দেশের সব শিক্ষার্থীকে একমত থাকার আহ্বান জানান তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে শিক্ষার্থীরা রাত ৯টার ভেতরে সঠিক সিদ্ধান্ত না দিতে পারলে প্রশাসনের পদত্যাগসহ ক্যাম্পাসে বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ অচলসহ কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন