বার্মিংহামে ইউরোপের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

বার্মিংহাম ( যুক্তরাজ্য ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১৭: ৩০

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে যুক্তরাজ্যে পালিত হচ্ছে । বার্মিংহাম, মিডল্যান্ডসসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে খোলা মাঠে ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।

বিজ্ঞাপন

ইউরোপের সবচেয়ে বৃহৎ ঈদুল ফিতরের জামাত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিথ পার্কে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় । ঈদের জামাতে শরিক হতে দূর-দূরান্ত থেকে সকাল থেকেই স্মলহিথ পার্কে জমায়েত হন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রায় ১ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিগণ এক সাথে এই জামাতে অংশগ্রহণ করেন।

ঈদ জামাতকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতি ছিল লক্ষ্যনীয় । কড়া নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা ।

বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি পাকিস্তানী, ইন্ডিয়া, সুমালী, জ্যামাইকা, আরব কমিউনিটিসহ বহু কমিউটিনির মুসল্লিগণ এই জামাতে অংশগ্রহণ করেন । এছাড়াও বার্মিংহামের বিভিন্ন মসজিদে ৩ থেকে ৪টা করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত