আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আমার দেশ অনলাইন

অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার উদ্যোগে এক আলোচনা সভা ২৬শে অক্টোবর রবিবার সিডনির লাকেম্বাস্থ নবান্নতে আয়োজিত সংগঠনের সভাপতি ইন্জিনিয়ার মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ।

বিজ্ঞাপন

বিশেষ বক্তা হিসাবে বক্তব্যে রাখেন সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম ও সাবেক উপদেষ্টা বিএনপি নবীনগর উপজেলা নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যুবশক্তিকে সংগঠিত করে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে দেশ ও যুব সমাজের উন্নয়নে কাজ করা। এর লক্ষ্য ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠা করা। জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠাতা করেন, যার মূল উদ্দেশ্য ছিল দেশের তরুণ প্রজন্মকে দেশের জন্য কর্মশক্তিতে রূপান্তরিত করা।

প্রধান অতিথির বক্তব্যে মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, বাংলাদেশের ভবিষৎ নির্মানে যুবদলকে কঠিন দায়িত্ব পালন করতে হবে এবং আগামী নির্বাচনে তরুনদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়ার সকল কর্মসূচি বাস্তবায়নে জন্য উদাত্ত আহবান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন