আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইতালিতে কর্মী নিয়োগ, জরুরি যা কিছু

প্রবাস ডেস্ক

ইতালিতে কর্মী নিয়োগ, জরুরি যা কিছু

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে আগামী তিন বছরে পরিবহন, কৃষি, নির্মাণ এবং উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে অন্তত পাঁচ লাখ কর্মী নিয়োগ দেবে ইতালি। আর এই তিন বছরে ফ্রিল্যান্সার এবং স্টার্ট-আপ বা উদ্যোক্তাদের জন্যও সীমিত সংখ্যক সুযোগ রাখা হয়েছে।

২০২৬-২৮ সালের জন্য অনুমোদিত ইতালি সরকারের এই ফ্লো ডিক্রি বিদেশি কর্মীদের জন্য নিয়মিত অভিবাসনের সুযোগ তৈরি করেছে। কিন্তু দেশটিতে প্রতারণা ও শোষণের ঘটনাও কম নয়। তাই বিশ্লেষকেরা বলছেন, এই ব্যবস্থা এখনও তুলনামূলক ঝুঁকিপূর্ণ।

বিজ্ঞাপন

যেসব খাতে নন-সিজনাল কর্মীদের নিয়োগ দেওয়া হবে

পরিবহন এবং সরবরাহ
ধাতব ও যান্ত্রিক কাজ
পর্যটন
কৃষি ও কৃষিজ পণ্য
নির্মাণ
উৎপাদন

আত্মকর্মসংস্থানকারী ব্যক্তিদের জন্যও অতিরিক্ত পারমিট

উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, শিল্পী এবং স্টার্ট-আপ এর মধ্যে অন্তর্ভুক্ত। এরই মধ্যে, কিছু কোটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

এগুলোর মধ্যে যারা অগ্রাধিকার পাবেন:

নিরাপদ অভিবাসনে ইতালির সঙ্গে সহযোগিতাকারী দেশগুলোর কর্মীরা
ভেনিজুয়েলা বা অন্যান্য তালিকাভুক্ত দেশে ইতালীয় বংশোদ্ভূত কর্মীরা
রাষ্ট্রহীন ব্যক্তি এবং শরণার্থী
পারিবারিক যত্ন এবং সামাজিক-স্বাস্থ্য সহায়তায় নিযুক্ত কর্মীরা

অভিবাসী কর্মীদের জন্য যা কিছু নতুন
নিয়োগে নতুন নতুন ক্ষেত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।
উৎস দেশগুলোতে আরো বেশি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হচ্ছে।
নিরাপদ এবং নিয়মিত অভিবাসনের সুযোগ তৈরিতে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে শক্তিশালী সহযোগিতা বৃদ্ধি করা।
উচ্চ দক্ষ কর্মী আনার জন্য প্রণোদনা।
কিছু ক্ষেত্রে শিক্ষা বা প্রশিক্ষণ পারমিটকে ওয়ার্ক পারমিটে রূপান্তরের সুযোগ দেওয়া।
ডিজিটাল ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া দ্রুততর করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন