নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় কমিউনিটিতে শোক

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৭: ৩৬
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৭: ৫৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ব্রঙ্কসের পার্কচেস্টারে দিদারুল ইসলামের কেনা দোতলা বাড়িটিতে এখন শোকের ছায়া। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা সেখানে জড়ো হচ্ছেন। সমবেদনা জানাচ্ছেন নিহত দিদারুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি।

ম্যানহাটনে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, পুলিশ কর্মকর্তা দিদারুল জীবন রক্ষা করছিলেন। নিউ ইয়র্কবাসীদের রক্ষা করছিলেন। তিনি এই শহরের প্রতিচ্ছবি—তিনি ছিলেন সত্যিকারের নিউ ইয়র্কবাসী, কেবল পোশাকে নয়, হৃদয়েও।

বাংলাদেশি প্রবাসী শুয়েব চৌধুরী বলেন, আমি এটা বিশ্বাস করতে পারছি না। তার সাথে দেখা হওয়া ১২ ঘণ্টা পর শুনলাম তিনি মারা গেছেন।

দিদারুলের ঘনিষ্ঠ বন্ধু মারজানুল করিম জানান, তিনি যুক্তরাষ্ট্রে এসে প্রথমে স্কুলে নিরাপত্তারক্ষীর চাকরি করেন। এরপর পুলিশের কাজের প্রতি আগ্রহ জন্মায় এবং একপর্যায়ে পুলিশে যোগ দেন। কমিউনিটির তরুণদের পথ দেখাতে দিদারুল সবসময় প্রস্তুত ছিলেন। তিনি মসজিদের সক্রিয় সদস্য ছিলেন এবং ট্র্যাফিক এজেন্ট হওয়ার মতো নিরাপদ বিকল্প পদেও অন্যদের উৎসাহিত করতেন।

নিহত দিদারুল ইসলামের শ্যালক সালমান আহমেদ বলেন, তিনি তার কাজ ভালোবাসতেন, কিন্তু এভাবে তার জীবন যাবে কখনো ভাবিনি।

সোমবার নিউ ইয়র্কের মিডটাউনে পার্ক অ্যাভিনিউয়ের একটি আকাশচুম্বী ভবনে নিরাপত্তা দিতে গিয়ে তিনি নিহত হন। পুলিশ জানায়, লাস ভেগাস থেকে আসা এক বন্দুকধারী লবিতে এবং আশপাশে এলোপাতাড়ি গুলি চালিয়ে চারজনকে এবং পরে নিজেকেও হত্যা করে। নিহতদের মধ্যে প্রথমেই প্রাণ হারান অফিসার দিদারুল ইসলাম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত