অবশেষে নির্ধারিতসময়সীমার মধ্যে বাংলাদেশ হতে মালয়েশিয়ায় আসতে না পারা ৭ হাজার ৮৭৩ জন বাংলাদেশি কর্মীর মধ্যে ৬০ প্রবাসী কর্মীর প্রথম ফ্লাইট মালয়েশিয়ায় পৌঁছেছে।
মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।
সকল প্রক্রিয়া শেষ করেও ২০২৪ এর ৩১ মে'র মধ্যে না আসতে পারা কর্মীদের মালয়েশিয়ায় আসার স্বপ্ন পুরন হওয়ায় বোয়েসেলের মাধ্যমে আসা এ কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে।
প্রথম ধাপে ৬০ জন কর্মী মঙ্গলবার মধ্যরাতে কুয়ালালামপুর এসে পৌঁছায়। তবে ৬০ জন কর্মী আসলেও ফেরত পাঠানো হয়েছে ১ জনকে। এসময় নিয়োগদাতা প্রতিষ্ঠান 'কন্সট্রাকশান লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ-ক্লাব' এর প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন।
মধ্যরাতে বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও লেবার কাউন্সিলর। দু দেশের সরকারের আন্তরিকতায় জটিলতা কাটিয়ে কর্মীরা আসতে পারায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।।
এর আগে মঙ্গলবার সন্ধায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
কন্সট্রাকশান লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ-ক্লাব এর তত্ত্বাবধায়নে ৪ টি ভি্ন্ন প্রতিষ্ঠানে কাজ করবে এসব কর্মীরা।

