আবারো স্টেজ শো’তে ব্যস্ত সাবিনা ইয়াসমিন

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৩৪

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সুরকার সাবিনা ইয়াসমনি আজ আবারো স্টেজ শো’তে গানে গানে মুগ্ধ করবেন শ্রোতা দর্শকদের। বিষয়টি নিশ্চিত করেছেন সাবিনা ইয়াসমিন নিজেই। তিনি জানান, রাজধানীর একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে আয়োজিত একটি কর্পোরেট শো’তে আজ তিনি সঙ্গীত পরিবেশন করবেন। সাথে এই প্রজন্মের আরো বেশ কয়েকজন গায়ক গায়িকাও সঙ্গীত পরিবেশন করবেন।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘এখনো বেশ ভালোলাগা নিয়ে স্টেজ শোতে গান গেয়ে যেতে পারছি, শ্রোতা দর্শককে গানে গানে মুগ্ধ করে যাচ্ছি-এটাই আসলে অনেক আনেন্দর, ভালোলাগার। কারণ আমি সারা জীবন শ্রোতা দর্শকের জন্যই গান গেয়েছি। কিছুদিন আগে আমার জন্মদিন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও শিল্পকলা একাডেমির আয়োজনে আমার একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয় এবং সেই সাথে আমাকে রাষ্ট্রীয় সম্মাননাও প্রদান করা হয় । বলা যেতে পারে এই আয়োজনটি ছিলো আমার সঙ্গীত জীবনের স্মরণীয় একটি আয়োজন। অনেক সিনিয়র শিল্পীরাও এই আয়োজনে আমার ঠিক পাশে থেকেই আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন। কেউ কেউ আবার আমার সঙ্গে মঞ্চে গানও গেয়েছিলেন। এই যে ভালোবাসা এর কোনোই তুলনা হয়না। আজও হয়তো এমন ভালোবাসায় সিক্ত হবো আমি। গানে গানে আমন্ত্রিত শ্রোতা দর্শককে মুগ্ধ করার চেষ্টা করবো আমি। ইনশাল্লাহ সবার সঙ্গে দেখা হবে।’

বিজ্ঞাপন

দীর্ঘ কয়েক দশক ধরেই সাবিনা ইয়াসমিনের সঙ্গে একজন মিউজিশিয়ান হিসেবে আছেন দেশের প্রখ্যাত তবলা বাদক চন্দন দত্ত। চন্দন দত্ত বলেন, ‘শ্রদ্ধেয় সাবিনা আপার আজকের এই আয়োজন নিয়ে আমরা সকল মিউজিশিয়ানরা বেশ উচ্ছ্বসিত। আশা করছি আজকের আয়োজনটিও স্মরণীয় হয়ে থাকবে।’

সাবিনা ইয়াসমিন আরো জানান আগামী অক্টোবরে দেশের বাইরে আরো একটি বড় শোতে সঙ্গীত পরিবেশন করতে যাবেন। বরেণ্য এই সঙ্গীত শিল্পী ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার’সহ সর্বোচ্চ ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত