পূজার বিশেষ নাটক ‘রাধিকা’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৫

দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘রাধিকা’। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ আরও অনেকে।

গল্পে দেখা যাবে, দরিদ্র ঘরের মেয়ে রাধিকা দেখতে খুব মিষ্টি। কঠিন প্রকৃতির মেয়ে। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সে লাউ, শশা, কুমড়ো যখন যেটা পাওয়া যায় সেটা এনে বাজারে বিক্রি করে। দেখতে সুন্দর বলে অনেকেরই দৃষ্টি তার দিকে। সবজির দরদামের ছলে তার সঙ্গে কথা বলতে চায়। তবে তার কঠিন মেজাজের কারণে ভয়ে দূরে সরে যায় সবাই। গরীব হলেও তার চোখের চাহনিতে যেন এক আগুন ঝরে পড়ে। সে কাউকে বিশ্বাস করে না।

বিজ্ঞাপন

প্রতিদিন সে বাজারে এটা সেটা বিক্রি করে যা পায় তা দিয়ে চাল ডাল কিনে বাড়ি চলে যায়। ঘরে বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই। বাবা বয়সের ভারে ক্লান্ত, কর্মহীন। তাই মেয়েকে উপার্জন করে সংসার চালাতে হয়। রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। বাজারে এসে দূর থেকে তাকিয়ে থাকে কিন্তু সামনে গিয়ে রাধিকার সাথে কথা বলার সাহস পায় না। বিষয়টা খেয়াল করে রাধিকা।

অন্যদের চেয়ে মাধবকে একটু আলাদা মনে হয় তার কাছে। তাই নিজে থেকে কিছুটা প্রশ্রয় দেয় মাধবকে। সরাসরি না বললেও মাধব তার আচার আচরণে বুঝিয়ে দেয় রাধিকাকে সে ভালোবাসে। এক পর্যায়ে রাধিকাও দুর্বল হয়ে পড়ে মাধবের প্রতি। দু’জনের মধ্যে ভাবের আদান প্রদান হয়। ঘর বাঁধার স্বপ্ন দেখে তারা। কিন্তু এক ঝড় এসে সেই স্বপ্ন কেড়ে নেয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত