প্রকাশ্যে এলো জয়ার ‘ডিয়ার মা’ এর অফিসিয়াল টিজার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৮: ৩৯

বাংলাদেশ ও ভারতীয় বাংলা চলচ্চিত্রের দর্শকনন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে কলকাতায়। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী ১৮ জুলাই। ছবি মুক্তির আগে মুক্তি পেল ছবির অফিসিয়াল টিজার।

ছবিটি নির্মিত হয়েছে একজন মা এবং মেয়ের সম্পর্কের টানাপোড়েন নিয়ে। জয়ার মেয়ে, যে খুব সম্ভবত তার আসল মেয়ে নয়। মায়ের প্রতি ক্ষোভ এবং ঘৃণা তৈরি হয় তার মনে। এই ভাবেই চলতে চলতে আচমকাই একদিন সেই মেয়ে হারিয়ে যায়।

বিজ্ঞাপন

পুলিশের কাছে মেয়ের নামে মিসিং ডায়েরি করেন জয়া, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন পুলিশের চরিত্রে।

যেখানে রক্তের সম্পর্ক নেই, সেখানে কি সত্যি জিততে পারবে ভালোবাসা? মায়ের প্রতি মেয়ের ঘৃণার নেপথ্যে থেকে রয়েছে কোন গভীর কারণ? মা মেয়ের নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে কি লুকিয়ে রয়েছে কোন অজানা ইতিহাস?

অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছে ফ্লাইং কালার্স পিকচারস এবিপি ক্রিয়েশন এবং অপুস কমিউনিকেশন প্রোডাকশন হাউজ। ছবিটি প্রযোজনা করছেন ইন্দ্রানী মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায় চৌধুরী, পূজা সিং, সমীর রাও, শিল্পা কাটারিয়া সিং, আশীষ সিং।

বিষয়:

জয়া আহসান
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত