আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাট্যজন কামরুজ্জামান পেলেন ‘অর্ডার অব অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড’

বিনোদন রিপোর্টার

নাট্যজন কামরুজ্জামান পেলেন ‘অর্ডার অব অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড’

শিল্প-সংস্কৃতি এবং বাঙালি সম্প্রদায়ের সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২০২৬-এ জেনারেল বিভাগে ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) অ্যাওয়ার্ড পেলেন মেলবোর্নের বাঙালি-অস্ট্রেলিয়ান নাট্যজন কামরুজ্জমান বালার্ক। গতকাল ২৬ জানুয়ারি ‘অস্ট্রেলিয়া ডে ২০২৬’ উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেল এ পুরস্কার ঘোষণা করেন। এটি অস্ট্রেলিয়ার অন্যতম সম্মানজনক রাষ্ট্রীয় পদক।

নাট্যজন কামরুজ্জমান বালার্ক দীর্ঘ ৩২ বছর ধরে অস্ট্রেলিয়ার বাঙালি সম্প্রদায়ের শিল্প-সংস্কৃতি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০০০-এ তার উদ্যোগে মেলবোর্নে অস্ট্রেলিয়ার অন্যতম ও নিয়মিত নাট্যসংগঠন ‘রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্ন’ প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাকাল থেকে ২০২০ পর্যন্ত তিনি এখানে সভাপতির দায়িত্ব পালন করেন। দলে সাংগঠনিকতার পাশাপাশি তিনি নির্দেশনা-অভিনয়সহ নেপথ্য কর্মে ব্যাপক প্রশংসিত হয়েছেন। রেনেসাঁ-র ২১টি প্রযোজনার মধ্যে সিংহভাগই তার নির্দেশনাকৃত, এদের মধ্যে অন্যতম- কঞ্জুস, সৎ মানুষের খোঁজে, এলেকশান ক্যারিকেচার, শকুন্তলা, মাউসট্র্যাপ, মুনতাসির, দেওয়ান গাজীর কিস্‌সা প্রভৃতি।

বিজ্ঞাপন

কামরুজ্জমান বালার্ক মেলবোর্নে ‘বাংলা সাহিত্য সংসদ’ এবং ‘বাংলাদেশ ডিজাস্টার রিলিফ ফান্ড’ প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি মেলবোর্নের ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘শেকড়’ সম্পাদনার সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। পাশাপাশি তিনি এখানে বাংলা নববর্ষ এবং অন্যান্য জাতীয় দিবস পালনেও অগ্রণী ভূমিকা রাখেন। ২০২৩-এ রেনেসাঁ-র আমন্ত্রণে বাংলাদেশি নাট্যজন জাহিদ রিপনের নির্দেশনায় বাংলাদেশ-ভারতের নাট্যকর্মীদের নিয়ে বিশাল আয়োজন ‘অচলায়তন’ প্রযোজনার তিনি উদ্যোক্তা ও প্রযোজনা-অধিকর্তা ছিলেন। এছাড়া ‘অচলায়তন’ প্রযোজনার নির্মাণ-অভিযাত্রা নিয়ে শঙ্খজিৎ বিশ্বাস ও বিশ্বজিৎ মিত্র পরিচালিত প্রামাণ্য-কাহিনিচিত্র ‘তৃতীয় ভুবন’ (বিয়ন্ড বাউন্ডারিজ)-এ প্রধান চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি বেশ ক’টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয় এবং এটি মেলবোর্নে সিনেপ্লেক্স ‘শোবিজ সিনেমাস’-এ বেশকিছুদিন প্রদর্শিত হয়েছে।

ব্যক্তিগত জীবনে কামরুজ্জমান বালার্ক টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মরহুম আবিদ মিয়া বকাউলের জ্যেষ্ঠ পুত্র।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...