বিনোদন রিপোর্টার
ইমরান ইমন, এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। স্টেজ শো বা টিভি শোতে তাকে ফোক গান ও আধুনিক গান পরিবেশন করতেই দেখা যায়।
২০১৬ সালে মিল্টন খন্দকারের লেখা ও সুরে ‘চোখে দেখা আল্লাহ তুমি মা’ ও ‘তোমারই মন’ নামের দুটি মৌলিক গান প্রকাশ করেন। এরপর জীবনের লেখা ও টিপুর সুরে ‘ভালোবাসার ঘুড়ি’, কাবন্ধ রায়হানের লেখা ও প্রতীক হাসানের সুরে ‘তোমার এ মন’ গানগুলো প্রকাশ পায়।
গত ২৭ সেপ্টেম্বর ইমনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘স্কাই মিউজিক স্টেশন’-এ প্রকাশ পেয়েছে সর্বশেষ মৌলিক গান ‘অভিশাপ’। গানটি লিখেছেন এস কে দীপ ও সুর-সংগীত করেছেন ভারতের আয়ুশ দাস। এরই মধ্যে গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ৪২ হাজারেরও বেশি ভিউয়ার্স গানটি এরই মধ্যে উপভোগ করেছেন। তবে এই গান নিয়ে আরো অনেক বেশি আশাবাদী ইমরান ইমন।
ব্যক্তিজীবনে ইমরান ইমনের মা নিয়ে রয়েছে এক দারুণ অভিজ্ঞতা। ইমরান ইমনের মা ফালানী বেগম। কিন্তু তিনি বড় হয়েছেন তার আরেক মা হেলেনা খাতুনের কাছে। তবে দুই মায়ের প্রতিই রয়েছে তার অগাধ ভালোবাসা। দুই মায়ের প্রতিই তিনি সমানভাবে সন্তান হিসেবে দায়িত্ব পালন করেন। স্ত্রী ও দুই ছেলে ওহীল আর আহীল নিয়ে ইমনের সুখের সংসার।
ইমরান ইমন বলেন, ‘অভিশাপ গানটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। স্টেজ শো বা টিভি শোতে আমি ফোক গান ও আধুনিক গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে মাকে নিয়ে গান গাইতে আমি বেশি ভালোবাসি। আমার দুই মা; দুই মাকেই আমি প্রচণ্ড ভালোবাসি। আমার খুব ইচ্ছে আছে ইত্যাদিতে মাকে নিয়ে গান গাইবার। জানি না এই স্বপ্ন আমার পূরণ হবে কি না।’ সিনেমায় গান করার খুব স্বপ্ন ইমরান ইমনের। তার প্রিয় শিল্পী খালিদ হাসান মিলু।
ইমরান ইমন, এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। স্টেজ শো বা টিভি শোতে তাকে ফোক গান ও আধুনিক গান পরিবেশন করতেই দেখা যায়।
২০১৬ সালে মিল্টন খন্দকারের লেখা ও সুরে ‘চোখে দেখা আল্লাহ তুমি মা’ ও ‘তোমারই মন’ নামের দুটি মৌলিক গান প্রকাশ করেন। এরপর জীবনের লেখা ও টিপুর সুরে ‘ভালোবাসার ঘুড়ি’, কাবন্ধ রায়হানের লেখা ও প্রতীক হাসানের সুরে ‘তোমার এ মন’ গানগুলো প্রকাশ পায়।
গত ২৭ সেপ্টেম্বর ইমনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘স্কাই মিউজিক স্টেশন’-এ প্রকাশ পেয়েছে সর্বশেষ মৌলিক গান ‘অভিশাপ’। গানটি লিখেছেন এস কে দীপ ও সুর-সংগীত করেছেন ভারতের আয়ুশ দাস। এরই মধ্যে গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ৪২ হাজারেরও বেশি ভিউয়ার্স গানটি এরই মধ্যে উপভোগ করেছেন। তবে এই গান নিয়ে আরো অনেক বেশি আশাবাদী ইমরান ইমন।
ব্যক্তিজীবনে ইমরান ইমনের মা নিয়ে রয়েছে এক দারুণ অভিজ্ঞতা। ইমরান ইমনের মা ফালানী বেগম। কিন্তু তিনি বড় হয়েছেন তার আরেক মা হেলেনা খাতুনের কাছে। তবে দুই মায়ের প্রতিই রয়েছে তার অগাধ ভালোবাসা। দুই মায়ের প্রতিই তিনি সমানভাবে সন্তান হিসেবে দায়িত্ব পালন করেন। স্ত্রী ও দুই ছেলে ওহীল আর আহীল নিয়ে ইমনের সুখের সংসার।
ইমরান ইমন বলেন, ‘অভিশাপ গানটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। স্টেজ শো বা টিভি শোতে আমি ফোক গান ও আধুনিক গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে মাকে নিয়ে গান গাইতে আমি বেশি ভালোবাসি। আমার দুই মা; দুই মাকেই আমি প্রচণ্ড ভালোবাসি। আমার খুব ইচ্ছে আছে ইত্যাদিতে মাকে নিয়ে গান গাইবার। জানি না এই স্বপ্ন আমার পূরণ হবে কি না।’ সিনেমায় গান করার খুব স্বপ্ন ইমরান ইমনের। তার প্রিয় শিল্পী খালিদ হাসান মিলু।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৬ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২২ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে