ইয়াস-সাদিয়ার খুঁজি তোকে

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৩: ৪৫

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ‘খুঁজি তোকে’ নামে একটি ভালোবাসার গল্পের নাটকে অভিনয় করেছেন, যেখানে তিনি নতুন এক চরিত্রের মাধ্যমে নিজেকে উপস্থাপন করেছেন। এতে সাদিয়া আবারো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহানের সঙ্গে, যাদের আগের অভিনয়ও দর্শক অনেক ভালোবেসেছেন।

নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত, যিনি নিজেই এর চিত্রনাট্য লিখেছেন। নাটকে সাদিয়া আয়মান ও ইয়াস রোহানের পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, আরেফিন জিলানী, শওকাত হোসেন মামুন, শামীম আহমেদ, ইমেল হক, মামুন খান, মেহেদি হাসান তরু, দীঘি, সায়মা, প্রসেনজিৎ, আরিয়ান প্রমুখ।

বিজ্ঞাপন

সম্প্রতি নাটকটি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে, যার মাধ্যমে দর্শক ঘরে বসে নতুন গল্পের সঙ্গে পরিচিত হতে পারবেন। সাদিয়া আয়মান জানিয়েছেন, অভিনয়ের ক্ষেত্রে তিনি সব সময় চেষ্টা করেন এমন গল্প বেছে নেওয়ার, যা ভালো ও ব্যতিক্রমী। তার মতে, ‘খুঁজি তোকে’ এমন একটি নাটক, যার গল্প ও চরিত্র আগের অভিনীত নাটকগুলোর থেকে কিছুটা আলাদা। তিনি মনে করেন, নাটকের গল্প, চরিত্র ও শিল্পীদের অভিনয় মিলিয়ে দর্শক নাটকটি উপভোগ করবেন।

ইমরাউল রাফাত একজন পরীক্ষিত নির্মাতা, যার কাজ সব সময় দর্শককে নতুন অভিজ্ঞতা দিতে সক্ষম। নাটকটি তৈরি হয়েছে পরিকল্পনামাফিক, যা শেষ পর্যন্ত দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করা যাচ্ছে। ইয়াস রোহানসহ অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীও নাটকটির জন্য আশাবাদী।

নির্মাতা ইমরাউল রাফাতও মনে করেন, এটি এ সময়ের দর্শকের মনে ছাপ ফেলবে এবং ভালোবাসার নতুন গল্পের প্রতি তাদের আগ্রহ আরো বাড়াবে। এদিকে ‘খুঁজি তোকে’ ছাড়াও সাদিয়া আয়মান চলতি বছরে আরো বেশকিছু নাটকে কাজ করেছেন। এ নাটকগুলো ধারাবাহিকভাবে বছরের বিভিন্ন সময়ে প্রকাশ পাবে, যা দর্শককে নতুন নতুন চরিত্র ও গল্পের সঙ্গে পরিচিত করাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত