ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর শুক্রবারের বর্বরোচিত সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী।
আজ, ১৩ অক্টোবর এক যৌথ বিবৃতিতে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক শিল্পী হাফেজ নিয়ামুল হোসাইন এই ঘটনার গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে দায়িত্বশীলবৃন্দ বলেন, ‘শরিফ ওসমান হাদি কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি দেশীয় সংস্কৃতির একজন যোদ্ধা এবং অগ্রসৈনিক। তিনি ইনকিলাব কালচারাল সেন্টারের মাধ্যমে দেশে সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবিলায় গণতান্ত্রিকভাবে গণমুখী নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। গতকাল (শুক্রবার) তাকে হত্যার উদ্দেশে যে কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে, তা মূলত দেশীয় সংস্কৃতির কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া এবং সাংস্কৃতিক ফ্যাসিবাদ উত্থানের নতুন এক গভীর ষড়যন্ত্র।’
দায়িত্বশীলবৃন্দ আরো বলেন, ‘যারা সংস্কৃতির মুখোশে ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করেছে, হাদির মতো প্রতিবাদী কণ্ঠস্বর তাদের জন্য আতঙ্কের কারণ। তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতেই এই ‘টার্গেট কিলিং’-এর চেষ্টা। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, সাংস্কৃতিক অঙ্গনের এই লড়াকু সেনানিকে বুলেটের ভয় দেখিয়ে দমানো যাবে না। এ দেশের সাংস্কৃতিক কর্মীরা তার পাশে সিসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ।’
বিবৃতিতে দায়িত্বশীলবৃন্দ অবিলম্বে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে শরীফ ওসমান হাদির দ্রুত পূর্ণ সুস্থতা ও হায়াতে তায়্যেবা কামনা করেন।

