৮৫তম জন্মবার্ষিকীতে যা বললেন সৈয়দ আব্দুল হাদী

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০১: ২১
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০১: ২২

সৈয়দ আব্দুল হাদী, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তী। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অনেক কালজীয় গান উপহার দিয়েছেন তিনি।

বরেণ্য সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর আজ ৮৫’তম জন্মবার্ষিকী। তবে দিনটিকে ঘিরে কোনো পরিকল্পনা নেই তার। অবশ্য সৈয়দ আব্দুল হাদী জানান, কখনোই তার জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন তিনি করেননি। সবাই দিনটিতে শুভেচ্ছা জানান, দোয়া করেন, এটাই তার বড় প্রাপ্তি।

বিজ্ঞাপন

সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘কখনোই জন্মদিন নিয়ে বিশেষভাবে উদযাপনের আগ্রহ আমার ছিলো না। এখনো নেই। পরিবারের সঙ্গে সময় কাটে, এটুকুই আমার ভালোলাগা। আর ৮৫তম জন্মবার্ষিকী এটা কোনো বিশেষ কিছু নয়। মানুষ বাঁচলে চলমান প্রক্রিয়ায় তার বয়স বাড়বে, এটাই স্বাভাবিক। এটাকে বিশেষায়িত করার কিছু নেই। আল্লাহ সুস্থ রেখেছেন ভালো রেখেছেন, আলহামদুল্লিাহ। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি ভালো থাকি। আরো কিছু ভালো ভালো গান যেন গেয়ে যেতে পারি।’

একজন সৈয়দ আব্দুল হাদী কখনোই প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব করে গান করেননি। গানকে ভালোবেসে গান করে গেছেন। তবে গান গেয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছেন এটাই তার কাছে বড় প্রাপ্তি।

১৯৬০ সালে ‘ইয়ে ভি এক কাহানি’ ছবিতে প্রথম প্লে-ব্যাক করেন। এই ছবিতে করিম শাহাবুদ্দিনের সঙ্গীত পরিচালনায় প্লে-ব্যাক করেছিলেন। এরপর আরো বেশ কয়েকটি উর্দু ছবিতে গান গাওয়ার পর ১৯৬৪ সালে পরিচালক মোস্তাফিজুর রহমানের ছবি ‘ডাক বাবু’ তে গান গাওয়ার মধ্যদিয়ে প্রথম বাংলা কোনো ছবিতে গান গাওয়া তার।

মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা ‘চাতুরী জানেনা মোর বধুয়া’ গানটি গেয়েছিলেন আলী হোসেনের সুরে। গানটি সে সময় ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছিলো। সৈয়দ আব্দুল হাদী সবচেয়ে বেশি ডুয়েট গান করেছেন সাবিনা ইয়াসমিনের সাথে। তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী একন ট্রেনে’ ছবিতে গান গাওয়ার জন্য। ২০০০ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

এদিকে আজ চ্যানেল আইয়ে সকালে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন উপলক্ষ্যে সঙ্গীত পরিবেশন করবেন আলাউদ্দিন, মহারাজা ও শানু।

সৈয়দ আব্দুল হাদীর হাত ধরেই এনটিভিতে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘কিছু কথা কিছু গান’ এবং পরবর্তীতে বাংলাভিশনে ‘গানে গানে দেশে দেশে’ বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। তবে এই দুটি অনুষ্ঠানের কোনোটার সাথেই আপাতত আর সৈয়দ আব্দুল হাদীর কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, ‘আপাতত বিটিভির স্মৃতিময় গানগুলোর সাথেই সম্পৃক্ত আছি। যেহেতু আমি একজন সঙ্গীতশিল্পী, সারা জীবন গানই গেয়েছি। তাই গানের এই ধরনের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে ভালোলাগে। কারণ এখনতো বলা যায় অনেক অবসর সময়। এই অনুষ্ঠানে গেলে ভীষণ ভালোলাগে, অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়। গল্প করি, ভালোলাগে। সবচেয়ে বড় কথা অনেক স্মৃতিচারণ হয় এই স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানকে ঘিরে।’

একজন সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে আজ থেকে দশ বছর আগে জন্মদিনের একটি বিশেষ গান করা হয়েছিলো। গানটির শিরোনাম ছিলো ‘তুমি ছুঁয়েছো নীলিমার নীল’। ওমর ফারুকের কথায় ও প্রয়াত সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ’র সুর সঙ্গীতে গানটিতে কন্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী, মুহিন, চম্পা’সহ আরো বেশ কয়েকজন শিল্পী।

অভি মঈনুদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে গানটি প্রযোজনা করেছিলেন ধ্রব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রব গুহ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত