একমঞ্চে জেমস-আলী আজমত

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৪: ১১

স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় গত সপ্তাহে মেহেরপুরে বাতিল হয়ে যায় নগর বাউল জেমসের কনসার্ট। সামাজিক মাধ্যমে এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। এবার সেই রেশ থাকতে থাকতেই জানা গেল জেমসের নতুন কনসার্টের খবর।

আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত একটি কনসার্টে গাইবেন এই রকস্টার। কনসার্টে একসঙ্গে গাইবেন জেমস ও পাকিস্তানের জুনুন ব্যান্ডের সংগীতশিল্পী আলী আজমত। কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ।

বিজ্ঞাপন

কনসার্টের শিরোনাম ‘আলী আজমত ভয়েস অব জুনুন অ্যান্ড নগর বাউল জেমস লাইভ ইন ঢাকা’।

ইতোমধ্যেই অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেটসেট রক ওয়েবসাইটে কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট থাকছে তিন ক্যাটাগরির। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর আগে, দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকাল ৫টায়। প্রবেশ করা যাবে রাত ৮টা পর্যন্ত।

আলী আজমত মূলত পাকিস্তানের কিংবদন্তি রক ব্যান্ড ‘জুনুন’-এর ভোকালিস্ট হিসেবে খ্যাতি পান। ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ব্যান্ডটির হয়ে গান করেন তিনি। পরে ২০০৬ সালে নিজের নতুন ব্যান্ড ‘সোশ্যাল সার্কাস’ গড়ে তোলেন।

গায়ক আলী আজমতের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘দিওয়ানা’, ‘তেরে লিয়ে’, ‘রঙিলা’, ‘নারে নারে’, ‘মাওলা’, ‘ইয়ে জিসম’, ‘সায়োনি’, ‘খুদি কো কর বুলন্দ’, ‘গরজ বরস’, ‘জিন্দা’ ইত্যাদি। গানের পাশাপাশি অভিনয় গুণের কারণেও নিজ দেশ ও বলিউডে জনপ্রিয়তা রয়েছে তার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত