মুরাদনগরে ধর্ষণের ঘটনায় তারকাদের প্রতিবাদ

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ২০: ০৩

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনার একটি ভিডিও ক্লিপ শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো দেশে শুরু হয় তোলপাড়। বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। ঘটনায় জড়িতদের বিচারের দাবি ওঠে। সেইসঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচারের জোর দাবি তুলেছেন দেশের তারকারাও।

তারা মনে করেন, উপযুক্ত বিচার হয় না বলেই এমন কুকর্মের সাহস পাচ্ছে ধর্ষকরা।

বিজ্ঞাপন

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিনেতা জিয়াউল রোশান তার ফেসবুক স্টোরিতে লেখেন, ‘কুমিল্লার মুরাদনগর এর ঘটনায় ধর্ষকদের একটাই শাস্তি চাই, জনসম্মুখে ফাঁসি চাই। তারা কোন দল করে, আর কোন ধর্মের সেটা জানা দরকার নাই, জানতেও চাইনা, জাস্ট জনসম্মুখে ফাঁসি চাই।’

আক্ষেপ নিয়ে তিনি আরও লিখেছেন, আপনারা যারা সমবেদনা জানিয়ে সেই ভিডিওটি শেয়ার করছেন আবার কেউ কেউ ভিউ পাওয়ার লোভে সেই ভিডিওটা আপলোড করছেন, আপনারাও সে ধর্ষণকারীর মতোই অপরাধী। আপনারা ভিউখোর রাক্ষস। ফাজলামি ছেড়ে অতি সত্তর সব ডিলিট করেন।’

অভিনেত্রী আজমেরী বাঁধন প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ। কিন্তু দীর্ঘদিন ধরেই এই দেশে এটি স্বাভাবিক বলে বিবেচিত হচ্ছে। মানুষ কেবল তখনই এটি নিয়ে কথা বলে যখন একটি মর্মান্তিক ঘটনা ভাইরাল হয়। তখন হঠাৎ করেই সবাই রেগে যায়। কিন্তু তা অল্প সময়ের জন্য। কিছুদিন পর মানুষ এটা ভুলেও যায়।’

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এটা কেন স্বাভাবিক হয়ে উঠেছে? কারণ ধর্ষণকে আমরা সংবাদের মতো বিবেচনা করি, গুরুতর সংকটের মতো নয়। আরও খারাপ বিষয় হলো কিছু লোক এই অপরাধগুলি রেকর্ড করে, শেয়ার করে, সোশ্যাল মিডিয়ায় বিনোদনের মতো ছড়িয়ে দেয়। তারাও নির্দোষ নয়। তারা অপরাধের অংশ। তাদেরও শাস্তি পেতে হবে। আমি ভেঙে পড়েছি। হ্যাঁ—আমি ভীত। কারণ আমি একজন মহিলা, এবং আমি নিরাপদ বোধ করি না। বাস্তব জীবনে না। এমনকি অনলাইনেও না। ধর্ষণ তৃপ্তিদায়ক নয়। ট্রমা নাটক নয়। আর এটা চলতে পারে না।’

প্রতিবাদ জানিয়ে নায়িকা প্রার্থনা ফারদিন দিঘী তার ফেসবুকে লেখেন, ‘ধর্ষণকে না বলুন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতাই সমর্থন।’

অভিনেত্রী মৌসুমী হামিদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোন মানুষ থাকবে না খুব শীঘ্রই।’

ছোটপর্দার অভিনেতা আরশ খানও ফেসবুকে জানিয়েছেন প্রতিবাদ। তিনি লিখেছেন, ‘কাপুরুষত্ব যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সাথে এমন করা সম্ভব না। একবার জারজ সবসময় জারজই থাকে।’

এছাড়াও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, নায়ক জয় চৌধুরী সহ আরো অনেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত