প্রকাশিত হল আলোকচিত্রী জিবন আহমেদের ‘উইটনেস টু দ্য আপরাইজিং’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১২: ১৪

সাম্প্রতিক বাংলাদেশের এক উত্তাল সময়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে আলোকচিত্রী জিবন আহমেদের ফটোবই ‘উইটনেস টু দ্য আপরাইজিং’। বইটি সেই সময়ের একটি শক্তিশালী ভিজ্যুয়াল দলিল ও আত্মজৈবনিক বিবরণ।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা গতকাল সোমবার, ফটোবই ‘উইটনেস টু দ্য আপরাইজিং’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী এবং কূটনৈতিকসহ বিভিন্ন অঙ্গনের অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

মাশরুক আহমেদের সম্পাদনায় এবং ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ও নেত্র নিউজ–এর যৌথ প্রকাশনায় প্রকাশিত এই বইটিতে রয়েছে ১৭০টির বেশি আলোকচিত্র ও দিনপঞ্জি আকারে লেখা ব্যক্তিগত নোট, যা স্থান পেয়েছে ৩৫০টি পৃষ্ঠায়। ২০২৪ সালের জুলাইয়ের গণ-আন্দোলনের সময় দায়িত্ব পালনকালীন অবস্থায় গণ-আন্দোলনের যেতে বাধ্য হন জিবন আহমেদ। কিন্তু তাতেও থেমে থাকেননি; তিনি ক্যামেরা হাতে রয়ে গেছেন রাজপথে। এই বইতে তিনি তুলে ধরেছেন এক নিপীড়িত শাসনব্যবস্থার পতনের অন্তিম দিনগুলোর অকপট, ব্যক্তিগত ও নিবিড় পর্যবেক্ষণ।

বইটির প্রেক্ষাপট, নির্মাণ প্রক্রিয়া এবং সম্পাদনা ও প্রকাশনার অভিজ্ঞতা নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানের শেষাংশে জানানো হয়, বইয়ে প্রকাশিত আলোকচিত্রগুলো আরও নিবিড়ভাবে উপভোগ করা যাবে ৭ থেকে ১১ আগস্ট ২০২৫ পর্যন্ত, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে অনুষ্ঠাতব্য এক বিশেষ প্রদর্শনীতে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত