বিনোদন ডেস্ক
চলতি বছরের কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে রীতিমতো আগুন লাগিয়ে দেয়া সিনেমা ‘তান্ডব’ এবার আসছে ওটিটি প্লাটফর্ম হইচই ও চরকিতে। শাকিব প্রেমীদের জন্য এ যেনো বিশাল সুখবর! এবার ঘরে বসে দেখা যাবে বছরের অন্যতম আলোচিত ও বক্স অফিস কাঁপানো সিনেমাটি।
মেগাস্টার শাকিব খান অভিনীত এই ব্লকবাস্টার সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। চলচ্চিত্রটি মুক্তির পরপরই দর্শকদের ভালোবাসা আর প্রশংসায় ভেসেছে।
এখনকার সময়ের অন্যতম জনপ্রিয় ও সফল নির্মাতা রায়হান রাফী। ওটিটিতে তান্ডব মুক্তি নিয়ে তিনি বলেন, ‘তান্ডব নির্মাণ আমার জন্য একদম ভিন্ন অভিজ্ঞতা ছিল। আমরা চেষ্টা করেছি এই সিনেমায় নতুন গল্প, আইডিয়া, নির্মাণ ধরণ, ফিলোসপি সবকিছুতেই নতুনত্ব রাখার। আমি পুরো প্রসেসটা অনেক আনন্দ নিয়ে করেছি। এই আনন্দ আরো দ্বিগুণ হয়েছিল যখন দেখেছি হলে দর্শক অনেক বেশি উপভোগ করছে তান্ডব।’
তিনি আরো বলেন, ‘এইবার হইচই-এর মাধ্যমে পুরো পৃথিবী দেখতে পারবে আমাদের সিনেমা। প্রেক্ষাগৃহে দর্শকের যেমন ভালোবাসা-উচ্ছ্বাস পেয়েছি আশা করছি ওটিটির দর্শকের কাছ থেকে আরও বেশি ভালোবাসা পাবো।’
অন্যদিকে, শাকিব খান তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তার দর্শকদের। ‘তুফান’-এর পর ‘তান্ডব’ শাকিব-রাফী জুটির দ্বিতীয় সিনেমা। হইচই-তে এখন পর্যন্ত মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্ট্রিম হয়েছে ‘তুফান’। এটা থেকেই বোঝা যায় দর্শক এই সিনেমাকে কত ভালোবাসা দিয়েছে। এখন অপেক্ষা ‘তান্ডব’-কে দর্শকের পৌছানোর।
‘তান্ডব’-এ শাকিব খানের সঙ্গে রয়েছেন গ্ল্যামারাস এবং শক্তিশালী এক স্টারকাস্ট। জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, এফএস নাঈম, রোজী সিদ্দিকী এবং আরও অনেকে।
বিশেষ চরিত্রে আছেন তারিক আনাম খান, যিনি তার অসাধারণ অভিনয়ে সিনেমাটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন।
চলমান সমাজব্যবস্থা, ক্ষমতার দৌরাত্ম্য আর প্রতিশোধের আবেগকে ঘিরে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রায়হান রাফী ও আদনান আদিব খান। ‘তান্ডব’-এর গানগুলো পেয়েছে দর্শকপ্রিয়তা। বিশেষ করে ‘লিচুর বাগানে’ গানটিকে শ্রোতা নিয়ে গেছে এক অন্য মাত্রায়।
চলতি বছরের কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে রীতিমতো আগুন লাগিয়ে দেয়া সিনেমা ‘তান্ডব’ এবার আসছে ওটিটি প্লাটফর্ম হইচই ও চরকিতে। শাকিব প্রেমীদের জন্য এ যেনো বিশাল সুখবর! এবার ঘরে বসে দেখা যাবে বছরের অন্যতম আলোচিত ও বক্স অফিস কাঁপানো সিনেমাটি।
মেগাস্টার শাকিব খান অভিনীত এই ব্লকবাস্টার সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। চলচ্চিত্রটি মুক্তির পরপরই দর্শকদের ভালোবাসা আর প্রশংসায় ভেসেছে।
এখনকার সময়ের অন্যতম জনপ্রিয় ও সফল নির্মাতা রায়হান রাফী। ওটিটিতে তান্ডব মুক্তি নিয়ে তিনি বলেন, ‘তান্ডব নির্মাণ আমার জন্য একদম ভিন্ন অভিজ্ঞতা ছিল। আমরা চেষ্টা করেছি এই সিনেমায় নতুন গল্প, আইডিয়া, নির্মাণ ধরণ, ফিলোসপি সবকিছুতেই নতুনত্ব রাখার। আমি পুরো প্রসেসটা অনেক আনন্দ নিয়ে করেছি। এই আনন্দ আরো দ্বিগুণ হয়েছিল যখন দেখেছি হলে দর্শক অনেক বেশি উপভোগ করছে তান্ডব।’
তিনি আরো বলেন, ‘এইবার হইচই-এর মাধ্যমে পুরো পৃথিবী দেখতে পারবে আমাদের সিনেমা। প্রেক্ষাগৃহে দর্শকের যেমন ভালোবাসা-উচ্ছ্বাস পেয়েছি আশা করছি ওটিটির দর্শকের কাছ থেকে আরও বেশি ভালোবাসা পাবো।’
অন্যদিকে, শাকিব খান তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তার দর্শকদের। ‘তুফান’-এর পর ‘তান্ডব’ শাকিব-রাফী জুটির দ্বিতীয় সিনেমা। হইচই-তে এখন পর্যন্ত মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্ট্রিম হয়েছে ‘তুফান’। এটা থেকেই বোঝা যায় দর্শক এই সিনেমাকে কত ভালোবাসা দিয়েছে। এখন অপেক্ষা ‘তান্ডব’-কে দর্শকের পৌছানোর।
‘তান্ডব’-এ শাকিব খানের সঙ্গে রয়েছেন গ্ল্যামারাস এবং শক্তিশালী এক স্টারকাস্ট। জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, এফএস নাঈম, রোজী সিদ্দিকী এবং আরও অনেকে।
বিশেষ চরিত্রে আছেন তারিক আনাম খান, যিনি তার অসাধারণ অভিনয়ে সিনেমাটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন।
চলমান সমাজব্যবস্থা, ক্ষমতার দৌরাত্ম্য আর প্রতিশোধের আবেগকে ঘিরে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রায়হান রাফী ও আদনান আদিব খান। ‘তান্ডব’-এর গানগুলো পেয়েছে দর্শকপ্রিয়তা। বিশেষ করে ‘লিচুর বাগানে’ গানটিকে শ্রোতা নিয়ে গেছে এক অন্য মাত্রায়।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
৫ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৬ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৭ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৭ ঘণ্টা আগে