বিনোদন রিপোর্টার
টিভি নাটকের পরিচিত মুখ, তরুণ প্রজন্মের স্টাইল আইকন, একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনের মুখ—সাবিলা নূর। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতির জন্য দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু এবার তিনি নিজেকে চ্যালেঞ্জ করলেন আরো বড় পরিসরে।
ঈদের দিন মুক্তি পেল তার প্রথম সিনেমা ‘তাণ্ডব’, যেখানে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে। আর এই সিনেমার মাধ্যমেই শুরু হলো তার অভিনয়জীবনের এক নতুন অধ্যায়। বড়পর্দায় অন্যান্য শিল্পীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন সাবিলা নূর, যা মন কেড়েছে নির্মাতা, দর্শকসহ সবার।
সিনেমা মুক্তির দিনটি ছিল সাবিলার জন্য একেবারেই বিশেষ। হলভর্তি দর্শকদের উচ্ছ্বাস দেখে তিনি নিজেই মুগ্ধ। ঈদের পরদিন সাবিলা বলেন, ‘এবারের ঈদের দিনটা আমার ক্যারিয়ারের স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। সিনেমার পর্দায় নিজেকে দেখে আর দর্শকদের ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ।’
বড়পর্দার অভিজ্ঞতা জানিয়ে রোববার সাবিলা নূর বলেন, ঈদের আগের রাত থেকেই আমার নার্ভাসনেস শুরু, ঈদের দিন যখন সিনেমা হলে রওনা হচ্ছিলাম তখনো ভীষণ নার্ভাস ছিলাম। কিন্তু হলে প্রবেশের পর সবাইকে দেখে, ‘তাণ্ডব’ নিয়ে দর্শকের উদযাপন দেখে নার্ভাসনেসটা এক্সাইটমেন্টে পরিণত হয়।
সাবিলা বলেন, ‘তাণ্ডব’-এর প্রতিটি মুহূর্ত দর্শক এনজয় করেছে। সিনেপ্লেক্সে বসেও দর্শক হাততালি দিচ্ছিল, সিটি বাজাচ্ছিল বিশেষ করে ‘লিচু বাগানে’ গানের সময়। আর শাকিব ভাইয়ের সঙ্গে আমার রোমান্টিক গানটিও দর্শক এনজয় করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের এমন রিঅ্যাকশন দেখতে পেরে এক্সাইটমেন্টটা অন্যরকম মাত্রায় পৌঁছে।
সাবিলা বলেন, সিনেমা শেষ হওয়ার পর দর্শক যেভাবে সিনেমাটির প্রশংসা করছিলেন, পুরো বিষয়টি আমার কাছে একেবারে ম্যাজিক্যাল বিষয় ছিল। আমি মনে করি, এই দিনটি আমার পুরো ক্যারিয়ারে স্মরণীয় দিন হয়ে থাকবে।
নির্মাতা রায়হান রাফীও প্রচণ্ড খুশি সাবিলা নূরকে নিয়ে। সাবিলাকে কেন নেওয়া হলো এমন প্রশ্নের জবাবে হিটমেকার রাফী আমার দেশকে বলেন, ‘আমাদের প্রয়োজন ছিল একটা নতুন মুখ। যাকে এর আগে বড়পর্দায় দেখা যায়নি। তাছাড়া এই ছবির সব শিল্পী বাংলাদেশি। সাম্প্রতিক সময়ে বড় ছবিগুলোতে বাংলাদেশি নায়িকার উপস্থিতি পাওয়া যায়নি। সেই জায়গা থেকে বাংলাদেশি অভিনয় ও নাচে শতভাগ পারফেক্ট এমন নায়িকা খুঁজতে গিয়েই সাবিলাকে নেওয়া।’
সাবিলা নূর কতটা প্রত্যাশা পূরণ করতে পারলেন, জানতে চাইলে রাফী বলেন, ‘দুইশ ভাগ। সে মন দিয়ে অভিনয় করেছেন। দর্শক প্রচণ্ড খুশি। আইটেম গানে যেভাবে নিজেকে মেলে ধরেছেন, অভিনয়েও তেমনি শতভাগ দিয়েছেন। দর্শক খুশি তো আমিও খুশি।’
শাকিব-সাবিলা জুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেনও অনেকে। দুই প্রজন্মের এই তারকা জুটির রসায়ন দর্শকদের মনে দাগ কেটেছে! একজন দর্শকের ভাষায়, ‘সাবিলা বড়পর্দার জন্য একদমই প্রস্তুত ছিলেন। তার চোখের ভাষা, সংলাপের ডেলিভারি, আর স্ক্রিন প্রেজেন্স—সব মিলিয়ে সাবিলা নূর সিনেমার জন্য উপযুক্ত এক চমৎকার সংযোজন।’
টিভি নাটকের পরিচিত মুখ, তরুণ প্রজন্মের স্টাইল আইকন, একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনের মুখ—সাবিলা নূর। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতির জন্য দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু এবার তিনি নিজেকে চ্যালেঞ্জ করলেন আরো বড় পরিসরে।
ঈদের দিন মুক্তি পেল তার প্রথম সিনেমা ‘তাণ্ডব’, যেখানে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে। আর এই সিনেমার মাধ্যমেই শুরু হলো তার অভিনয়জীবনের এক নতুন অধ্যায়। বড়পর্দায় অন্যান্য শিল্পীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন সাবিলা নূর, যা মন কেড়েছে নির্মাতা, দর্শকসহ সবার।
সিনেমা মুক্তির দিনটি ছিল সাবিলার জন্য একেবারেই বিশেষ। হলভর্তি দর্শকদের উচ্ছ্বাস দেখে তিনি নিজেই মুগ্ধ। ঈদের পরদিন সাবিলা বলেন, ‘এবারের ঈদের দিনটা আমার ক্যারিয়ারের স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। সিনেমার পর্দায় নিজেকে দেখে আর দর্শকদের ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ।’
বড়পর্দার অভিজ্ঞতা জানিয়ে রোববার সাবিলা নূর বলেন, ঈদের আগের রাত থেকেই আমার নার্ভাসনেস শুরু, ঈদের দিন যখন সিনেমা হলে রওনা হচ্ছিলাম তখনো ভীষণ নার্ভাস ছিলাম। কিন্তু হলে প্রবেশের পর সবাইকে দেখে, ‘তাণ্ডব’ নিয়ে দর্শকের উদযাপন দেখে নার্ভাসনেসটা এক্সাইটমেন্টে পরিণত হয়।
সাবিলা বলেন, ‘তাণ্ডব’-এর প্রতিটি মুহূর্ত দর্শক এনজয় করেছে। সিনেপ্লেক্সে বসেও দর্শক হাততালি দিচ্ছিল, সিটি বাজাচ্ছিল বিশেষ করে ‘লিচু বাগানে’ গানের সময়। আর শাকিব ভাইয়ের সঙ্গে আমার রোমান্টিক গানটিও দর্শক এনজয় করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের এমন রিঅ্যাকশন দেখতে পেরে এক্সাইটমেন্টটা অন্যরকম মাত্রায় পৌঁছে।
সাবিলা বলেন, সিনেমা শেষ হওয়ার পর দর্শক যেভাবে সিনেমাটির প্রশংসা করছিলেন, পুরো বিষয়টি আমার কাছে একেবারে ম্যাজিক্যাল বিষয় ছিল। আমি মনে করি, এই দিনটি আমার পুরো ক্যারিয়ারে স্মরণীয় দিন হয়ে থাকবে।
নির্মাতা রায়হান রাফীও প্রচণ্ড খুশি সাবিলা নূরকে নিয়ে। সাবিলাকে কেন নেওয়া হলো এমন প্রশ্নের জবাবে হিটমেকার রাফী আমার দেশকে বলেন, ‘আমাদের প্রয়োজন ছিল একটা নতুন মুখ। যাকে এর আগে বড়পর্দায় দেখা যায়নি। তাছাড়া এই ছবির সব শিল্পী বাংলাদেশি। সাম্প্রতিক সময়ে বড় ছবিগুলোতে বাংলাদেশি নায়িকার উপস্থিতি পাওয়া যায়নি। সেই জায়গা থেকে বাংলাদেশি অভিনয় ও নাচে শতভাগ পারফেক্ট এমন নায়িকা খুঁজতে গিয়েই সাবিলাকে নেওয়া।’
সাবিলা নূর কতটা প্রত্যাশা পূরণ করতে পারলেন, জানতে চাইলে রাফী বলেন, ‘দুইশ ভাগ। সে মন দিয়ে অভিনয় করেছেন। দর্শক প্রচণ্ড খুশি। আইটেম গানে যেভাবে নিজেকে মেলে ধরেছেন, অভিনয়েও তেমনি শতভাগ দিয়েছেন। দর্শক খুশি তো আমিও খুশি।’
শাকিব-সাবিলা জুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেনও অনেকে। দুই প্রজন্মের এই তারকা জুটির রসায়ন দর্শকদের মনে দাগ কেটেছে! একজন দর্শকের ভাষায়, ‘সাবিলা বড়পর্দার জন্য একদমই প্রস্তুত ছিলেন। তার চোখের ভাষা, সংলাপের ডেলিভারি, আর স্ক্রিন প্রেজেন্স—সব মিলিয়ে সাবিলা নূর সিনেমার জন্য উপযুক্ত এক চমৎকার সংযোজন।’
নতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
২ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
২ ঘণ্টা আগেআদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।
১৮ ঘণ্টা আগেঅভিনেত্রী কাজী নওশাবা আহমেদ দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরী পরিচালিত ‘দ্বিতীয় বিয়ের পর’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকে নওশাবার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান।
২০ ঘণ্টা আগে