অবশেষে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’-এর পোস্টার প্রকাশ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ২১: ৩৬

অ্যামাজন প্রাইম ভিডিও থেকে যে সিরিজগুলি এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে তার মধ্যে অন্যতম হল ‘দ্যা ফ্যামিলি ম্যান’। প্রথম দুই সিজনের অসাধারণ সাফল্যের পর আসতে চলেছে তিন নম্বর সিজন। সিরিজটি নিয়ে এবার বড় আপডেট প্রকাশ্যে আনলেন নির্মাতারা।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার প্রাইম ভিডিওর ইনস্ট্রাগ্রামে একটি পোস্টারের মাধ্যমে ‘ফ্যামিলি ম্যান’ সিরিজের তৃতীয় পর্ব মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। পোস্টারটি শেয়ার করে নির্মাতারা ক্যাপশন লিখেছেন, ‘সকলের নজর আমাদের পরিবারের সদস্যদের ওপর, #the family man on prime নতুন সিজন, খুব শীঘ্রই আসছে।’

তবে শুধু পোস্টার নয়, নতুন সিজনে কারা অভিনয় করছেন তাও প্রকাশে এনেছেন নির্মাতারা। পোষ্টের সঙ্গে ট্যাগ করা হয়েছে মনোজ বাজপেয়ী, প্রিয়মণি, শারিব হাসমি এবং পরিচালক রাজ ও ডিকে কে। ক্যাপশনে আরও ট্যাগ করা হয়েছে তামিল তারকা সুনদীপ কিষাণ, যুগল হংসরাজ, শ্রেয়া ধন্বন্তরী, দর্শন কুমার, দলীপ তাহিল, সীমা বিশ্বাস, বিপিন কুমার শর্মা এবং হারমান সিংহকে।

প্রথম সিজনের পর এই সিজনে অভিনয় করবেন গুল পানাগও। আরো অভিনয় করবেন জয়দীপ আহলাওয়াত। কিছু মাস আগে জয়দীপের অভিনয় করার কথা নিজেই বলেছিলেন মনোজ। সবমিলিয়ে আসন্ন এই নতুন সিজনটি যে ভক্তদের আরও একবার মন ছুয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে।

‘ফ্যামিলি ম্যান সিজন ৩’- এর নতুন পোস্টার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে এক ভক্ত লেখেন, শ্রীকান্ত তিওয়ারি, জেকে ও সুচিকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় আছি।

আরেকজন লেখেন, অবশেষে মুক্তি পেতে চলেছে। কেউ কেউ আবার লিখেছেন, মুক্তির তারিখ ঘোষণা করুন তাড়াতাড়ি। অপেক্ষা করতে পারছি না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত