আমি একটু এলোমেলো: তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৫: ০২

তাসনুভা তিশা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। মোস্তফা কামাল রাজের ‘লাল খাম বনাম নীল খাম’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান। এরপর দক্ষতা দিয়ে দর্শক মন জয় করেছেন।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা বলেন, এর সঙ্গে কাজ করবো ওর সঙ্গে কাজ করবো, এরকম আক্ষেপ নেই আমার । ইয়াশ রোহানের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। সেটি অনেক আগেই পূরণ হয়েছে।

অভিনয় প্রসঙ্গে বলেন, ক্যারিয়ারে আমি একটু এলোমেলো। প্ল্যান করে বাইরে কোথাও যাওয়া হয় না। কাজ বা জুটি নিয়ে ভাবি না। গল্প ভালো লাগলে করে ফেলি।

নতুন এই জেনারেশনের অনেক পজেটিভ ব্যাপার আছে, যা শেখার মতো- বলেন তিশা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত