এবার স্পেন যাচ্ছে আলী

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০: ৫৫

স্পেনের ‘ভায়াদোলিদ ইন্টারন্যাশনাল ফিল্ম উইক-সেমিনসি’উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অফিসিয়াল বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’ নামে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।

সিনেমার অভিনেতা আল আমিন বলেন, ‘কান ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর স্পেনের এই উৎসবে নির্বাচিত হয়ে ‘আলী’সিনেমা আরেকটি মাইলফলক স্পর্শ করল। এটা আমাদের জন্য আনন্দের। এই অর্জনগুলো আমাদের সবার পরিশ্রমের ফল। আমরা আশাবাদী, এই সিনেমাটি আরো বহুদূর পথ হাঁটবে।’

বিজ্ঞাপন

৭০তম এই উৎসবের আসর বসবে আগামী ২৪ অক্টোবর; শেষ হবে ১ নভেম্বর। ‘আলী’ চলচ্চিত্রের গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। কিন্তু আলী নারীকণ্ঠে গাইতে পারে! তার এই কণ্ঠ আড়াল করতে চেষ্টা করে আলীর মা। কিন্তু আলী শহরে পাড়ি দিয়ে নাম লেখাতে চান গানের প্রতিযোগিতায়। এ সিনেমায় আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। গত বছরের নভেম্বরে সিলেটে ‘আলী’র দৃশ্য ধারণ হয়।

এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিচারকদের রায়ে ‘স্পেশাল মেনশন’ পেয়েছে ‘আলী’। এর মধ্য দিয়ে বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পায়। সিনেমাটি নিয়ে পরিচালক রাজীব এর আগে বলেছেন, ‘কেবল সিনেমার আলী নন, বাংলাদেশ নয়, বিশ্বের সব প্রান্তের আলীদের জন্য এই সিনেমা বানিয়েছি। যারা চাপে পড়ে নীরবতাকেই আশ্রয় করেন।’স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপিন্সের ক্রিস্টিন ডি লিওন। এর লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত