
বিনোদন ডেস্ক

নিউইয়র্কের ভাবী ফার্স্ট লেডি রমা দুওয়াজি পেশায় একজন শিল্পী। অ্যানিমেশন ও ইলাস্ট্রেশনের কাজ করেন তিনি। সিরিয় অভিবাসী পরিবারে তার জন্ম। রমার ওয়েবসাইটে বলা আছে, তার কাজ বেশির ভাগ ডিজিটাল মাধ্যমে দেখা যায়।
ওয়াশিংটন পোস্ট, দ্য নিউইয়র্কারসহ বিশ্বখ্যাত সংবাদমাধ্যমগুলোয় তার কাজ প্রকাশিত হয়ে আসছে।
১৯৯৭ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে জন্ম রমার। নিউইয়র্ক টাইসের প্রতিবেদনে বলা হয়েছে, সিরীয় মা–বাবার সঙ্গে রমা মাত্র ৯ বছর বয়সে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান।
২০২১ সালে রমা নিউইয়র্কে থিতু হন। ভর্তি হন নিউইয়র্ক স্কুল অব ভিজ্যুয়াল আর্টসে। সেখান থেকে ২০২৪ সালে তিনি ফাইন আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
গত এপ্রিলে ওয়াইইউএসজিতে এক সাক্ষাৎকারে রমা বলেছিলেন, তার শৈল্পিক কাজগুলো মূলত গভীর আবেগের বহিঃপ্রকাশ। আজকাল আমি আমার অভিজ্ঞতা ও পছন্দের বিষয় নিয়ে শিল্পসৃষ্টিতে মনোনিবেশ করেছি, বলেন রমা।
গত মে মাসে জোহরান মামদানি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তার স্ত্রীর বিরুদ্ধে অনলাইনে চলা ট্রল ও রাজনৈতিক আক্রমণের বিষয়ে কথা বলেন। তরুণ এই রাজনীতিক লেখেন, এখন ডানপন্থী ট্রলকারীরা তার (রমা) বিরুদ্ধে লেগেছে।
স্ত্রীর পাশে দাঁড়িয়ে জোহরান মামদানি আরও লেখেন, রমা শুধু আমার স্ত্রী নন, তিনি একজন অসাধারণ শিল্পী। নিজের মতো করে পরিচিতি পাওয়ার যোগ্যতা তার আছে। আপনি আমার সমালোচনা করতে পারেন, কিন্তু আমার পরিবারের নয়।’
ইতিহাস গড়ে নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচিত হওয়া জোহরান মামদানির স্ত্রী রমা দুওয়াজি। নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি শপথ নেবেন জোহরান মামদানি।
তিনি হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত, যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়া এবং ১৮৯২ সালের পর সবচেয়ে কম বয়সী মেয়র।

নিউইয়র্কের ভাবী ফার্স্ট লেডি রমা দুওয়াজি পেশায় একজন শিল্পী। অ্যানিমেশন ও ইলাস্ট্রেশনের কাজ করেন তিনি। সিরিয় অভিবাসী পরিবারে তার জন্ম। রমার ওয়েবসাইটে বলা আছে, তার কাজ বেশির ভাগ ডিজিটাল মাধ্যমে দেখা যায়।
ওয়াশিংটন পোস্ট, দ্য নিউইয়র্কারসহ বিশ্বখ্যাত সংবাদমাধ্যমগুলোয় তার কাজ প্রকাশিত হয়ে আসছে।
১৯৯৭ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে জন্ম রমার। নিউইয়র্ক টাইসের প্রতিবেদনে বলা হয়েছে, সিরীয় মা–বাবার সঙ্গে রমা মাত্র ৯ বছর বয়সে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান।
২০২১ সালে রমা নিউইয়র্কে থিতু হন। ভর্তি হন নিউইয়র্ক স্কুল অব ভিজ্যুয়াল আর্টসে। সেখান থেকে ২০২৪ সালে তিনি ফাইন আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
গত এপ্রিলে ওয়াইইউএসজিতে এক সাক্ষাৎকারে রমা বলেছিলেন, তার শৈল্পিক কাজগুলো মূলত গভীর আবেগের বহিঃপ্রকাশ। আজকাল আমি আমার অভিজ্ঞতা ও পছন্দের বিষয় নিয়ে শিল্পসৃষ্টিতে মনোনিবেশ করেছি, বলেন রমা।
গত মে মাসে জোহরান মামদানি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তার স্ত্রীর বিরুদ্ধে অনলাইনে চলা ট্রল ও রাজনৈতিক আক্রমণের বিষয়ে কথা বলেন। তরুণ এই রাজনীতিক লেখেন, এখন ডানপন্থী ট্রলকারীরা তার (রমা) বিরুদ্ধে লেগেছে।
স্ত্রীর পাশে দাঁড়িয়ে জোহরান মামদানি আরও লেখেন, রমা শুধু আমার স্ত্রী নন, তিনি একজন অসাধারণ শিল্পী। নিজের মতো করে পরিচিতি পাওয়ার যোগ্যতা তার আছে। আপনি আমার সমালোচনা করতে পারেন, কিন্তু আমার পরিবারের নয়।’
ইতিহাস গড়ে নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচিত হওয়া জোহরান মামদানির স্ত্রী রমা দুওয়াজি। নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি শপথ নেবেন জোহরান মামদানি।
তিনি হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত, যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়া এবং ১৮৯২ সালের পর সবচেয়ে কম বয়সী মেয়র।

১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ভক্ত অনুরাগীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। ৭ থেকে ১৩ নভেম্বর এই মাল্টিপ্লেক্সে উদযাপিত হবে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’।
১ দিন আগে
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে বিতর্ক ও সমালোচনা যেন পিছু ছাড়ছে না। বর্তমানে তিশা ব্যস্ত রয়েছেন শাকিব খানের ‘সোলজার’ সিনেমাতে অভিনয় নিয়ে। এ ছবি মুক্তির মাধ্যমে তার সিনেমার খাতায় নাম লেখানোর কথা থাকলেও, তার আগেই তিনি জড়িয়ে গেলেন আইনি জটিলতায়।
১ দিন আগে
হাসি থেকে নাচের ভঙ্গিতে ঘায়েল হয়েছে শত দর্শক। তাঁকে কাছ থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন কত অনুরাগী। বলছি বলিউডের সুন্দরী অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কথা। কিন্তু এবার সেই মাধুরী দীক্ষিতের উপর চটেছেন দর্শক।
১ দিন আগে
নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবন-যাপন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’। ২০২৪ সালের ৬ ডিসেম্বর মৌসুমী হামিদ অভিনীত চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
১ দিন আগে