দেশের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা শওকত আলী তালুকদার নিপু । দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নিপু নিয়মিত ‘ইত্যাদি’তে ‘নাতি’ চরিত্রে অভিনয় করছেন। প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকরা চরিত্রটিকে সাদরে গ্রহণ করেছেন।
জনপ্রিয় এই অভিনেতার বাবা গত বুধবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর।
শওকত আলী তালুকদার নিপুর বাবার নাম ডা. গোলাম মোস্তফা তালুকদার। তিনি দীর্ঘদিন যাবত গলার ক্যান্সারে ভুগছিলেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও সম্প্রতি তিনি উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় উত্তরায় প্রথম দফা জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে নিজ গ্রাম জামালপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে আরেক দফা জানাজা শেষে বাদ মাগরিব তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন শওকত আলী তালুকদার। তাঁর গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে থাকেন ঢাকার উত্তরায়। তাঁরা তিন ভাই ও এক বোন। তুমুল চাহিদা থাকা সত্ত্বেও ‘ইত্যাদি’ ছাড়া অন্য কোন অনুষ্ঠানে অভিনয় করতে দেখা যায় না এই অভিনেতাকে। ‘ইত্যাদি’র নাট্যাংশে কখনও নানা, কখনও নানি, কখনওবা অন্য কোন চরিত্রের সঙ্গে নাতি চরিত্রে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে নিপুকে ইত্যাদির আরেকটি জনপ্রিয় চরিত্র কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে অভিনয় করতে দেখা যাচ্ছে।

