ছেলের পরিচালনায় মুক্তি পাচ্ছে কবরীর শেষ সিনেমা

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৮: ৫১

কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর রেখে যাওয়া অসমাপ্ত সিনেমা ‘এই তুমি সেই তুমি’র নির্মাণকাজ শেষ করেন তাঁর ছেলে শাকের চিশতী। এবার মুক্তির মিছিলে হাঁটছে সিনেমাটি। তবে দেশে নয়, বিদেশের কোনো উৎসবে এর প্রথম প্রিমিয়ার হবে। এরপর দেশে মুক্তি পাবে সিনেমাটি। এমনটি জানিয়েছেন কবরীর ছেলে।

অভিনেত্রী সারাহ বেগম কবরী নির্মাণ শুরু করেছিলেন ‘এই তুমি সেই তুমি’। মাত্র দুই দিনের শুটিং বাকি ছিল সিনেমাটির। তার আগেই ২০২১ সালে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে অভিনেত্রীকে। পরবর্তী সময়ে কবরীর ছেলে শাকের চিশতী সেই অসমাপ্ত কাজের দায়িত্ব নেন এবং ২০২৩ সালের শেষের দিকে সিনেমাটির নির্মাণকাজ সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

চিশতী বলেন, ‌‘আম্মুর অসমাপ্ত কাজ শেষ করাটা আমার জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল। অবশেষে সেটি করতে পেরেছি। ডাবিং, সম্পাদনা থেকে শুরু করে শেষ মুহূর্তের কাজগুলোও নিজেই তদারকি করেছি।’

তিনি আরও বলেন, ‘আম্মু চলে যাওয়ার পর নানা জটিলতার কারণে সময় লেগেছে। ইতোমধ্যে বিদেশের কয়েকটি উৎসবে সিনেমাটি পাঠানো হয়েছে। সেসব উৎসবে প্রদর্শনীর পরই দেশে মুক্তির সিদ্ধান্ত নেব। তাই এখনই কোনো নির্দিষ্ট সময় জানানো সম্ভব নয়।’

‘এই তুমি সেই তুমি’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন কবরী নিজেই। গল্পে দুটি সময়ের প্রতিফলন রয়েছে— একটি বর্তমান, অন্যটি মুক্তিযুদ্ধের সোনালী দিন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ।

পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি সিনেমাটির জন্য গানও লিখেছিলেন কবরী। তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল, আর সংগীত পরিচালনা করেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত