বিনোদন রিপোর্টার
একের পর এক নতুন নতুন মৌলিক গান প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছেন এ প্রজন্মের সংগীতশিল্পী সালমা। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন নতুন মৌলিক গান ‘দেখলে তোমায় হইগো পাগল’।
গানটিতে তার সহশিল্পী হিসেবে আছেন এইচএম ফারদিন খান। গানটি লিখেছেন সুহেল খান, সুর করেছেন ফারদিন খান। মিউজিক করেছেন মুশফিক লিটু। ফোক ঘরানার এই গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশের পর শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এই গানের আগেও কিছুদিন আগে সালমার ও রাজুর কণ্ঠে প্রকাশিত হয়েছে আরো একটি মৌলিক গান ‘মায়া লাগেরে’।
গানটি লিখেছেন সাংবাদিক-গীতিকার ফয়সাল রাব্বিকীন। সুর করেছেন রাজু। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন সুমাইয়া রিমু ও জোবায়ের অনি। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সালমা, এমনটাই জানালেন তিনি। এর আগে ২০২১ সালে ‘মায়া লাগে’ এবং ২০২৪ সালে ফিরোজ প্লাবনের সঙ্গে ‘মায়া লাগেরে’ শিরোনামের গানও গেয়েছিলেন।
সালমা বলেন,‘ দেখলে তোমায় হইগো পাগল ও মায়া লাগেরে গান দুটিই সুন্দর। দুটি গানেরই কথা ও সুর আমার ভালোলাগার। সত্যি বলতে কী আমি নিয়মিত গান করতে চাই। তবে মাঝে মাঝে অনেক ভালো কিছু গান করে ফেলি যা নিয়ে প্রত্যাশা একটু বেশিই থাকে। এই দুটো গান তেমনই গান। ধন্যবাদ এই দুটি গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে। আর মায়া লাগে বা মায়া লাগেরে শিরোনামের আরো দুটি গান আগেও গেয়েছি। আমার মনে হয় গানের শিরোনাম ঠিক করার আগে যারা নাম নির্ধারণ করার তাদের একটু ইউটিউবে অন্তত চেক করার প্রয়োজন। কারণ একই নামে গান শ্রোতা দর্শকের মাঝে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে।’
এদিকে সালমা স্টেজ ও টিভি শো নিয়েও ভীষণ ব্যস্ত। গত ঈদে বেশ কয়েকটি টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে পারফর্ম করেছেন।
একের পর এক নতুন নতুন মৌলিক গান প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছেন এ প্রজন্মের সংগীতশিল্পী সালমা। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন নতুন মৌলিক গান ‘দেখলে তোমায় হইগো পাগল’।
গানটিতে তার সহশিল্পী হিসেবে আছেন এইচএম ফারদিন খান। গানটি লিখেছেন সুহেল খান, সুর করেছেন ফারদিন খান। মিউজিক করেছেন মুশফিক লিটু। ফোক ঘরানার এই গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশের পর শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এই গানের আগেও কিছুদিন আগে সালমার ও রাজুর কণ্ঠে প্রকাশিত হয়েছে আরো একটি মৌলিক গান ‘মায়া লাগেরে’।
গানটি লিখেছেন সাংবাদিক-গীতিকার ফয়সাল রাব্বিকীন। সুর করেছেন রাজু। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন সুমাইয়া রিমু ও জোবায়ের অনি। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সালমা, এমনটাই জানালেন তিনি। এর আগে ২০২১ সালে ‘মায়া লাগে’ এবং ২০২৪ সালে ফিরোজ প্লাবনের সঙ্গে ‘মায়া লাগেরে’ শিরোনামের গানও গেয়েছিলেন।
সালমা বলেন,‘ দেখলে তোমায় হইগো পাগল ও মায়া লাগেরে গান দুটিই সুন্দর। দুটি গানেরই কথা ও সুর আমার ভালোলাগার। সত্যি বলতে কী আমি নিয়মিত গান করতে চাই। তবে মাঝে মাঝে অনেক ভালো কিছু গান করে ফেলি যা নিয়ে প্রত্যাশা একটু বেশিই থাকে। এই দুটো গান তেমনই গান। ধন্যবাদ এই দুটি গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে। আর মায়া লাগে বা মায়া লাগেরে শিরোনামের আরো দুটি গান আগেও গেয়েছি। আমার মনে হয় গানের শিরোনাম ঠিক করার আগে যারা নাম নির্ধারণ করার তাদের একটু ইউটিউবে অন্তত চেক করার প্রয়োজন। কারণ একই নামে গান শ্রোতা দর্শকের মাঝে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে।’
এদিকে সালমা স্টেজ ও টিভি শো নিয়েও ভীষণ ব্যস্ত। গত ঈদে বেশ কয়েকটি টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে পারফর্ম করেছেন।
বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
২৩ মিনিট আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
২ ঘণ্টা আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩ ঘণ্টা আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৮ ঘণ্টা আগে