জামিনে মুক্ত নুসরাত ফারিয়া
আল-আমিন
চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর তোলপাড় সৃষ্টি হয় বিভিন্ন মহলে। তার মতো একজন সেলিব্রেটিকে গ্রেপ্তার করা নিয়ে নানা প্রশ্ন সৃষ্টি হয়। তবে গতকাল মঙ্গলবার তিনি জামিনে মুক্তি লাভ করেছেন।
পুলিশ জানিয়েছে, ফারিয়া ৫ আগস্টের পর ৩ বার বিদেশে গেছেন। ওই সময় তাকে ইমিগ্রেশনে আটকানো হয়নি। স্বাভাবিকভাবে অন্যদের মতোই তিনি বিদেশে গেছেন এবং দেশে ফিরে এসেছেন। কিন্তু এবার থাইল্যান্ডে যাওয়ার সময় শুধু আটকে দেওয়াই হয়নি, তাকে ভাটারা থানার একটি মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিমানবন্দরে ইমিগ্রেশনে আটকের পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করেছেন।
এছাড়াও আলাদা একটি গোয়েন্দা সংস্থাও তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে সূত্র নিশ্চিত করেছে। ভাটারা থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশ তাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি দুই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পুলিশ তাকে জিজ্ঞাসা করেছিল যে, কলকাতায় বাহাউদ্দিন নাছিমের সঙ্গে কেন তিনি যোগাযোগ করেছেন?
সেই প্রশ্নের উওরে তিনি নীরব ছিলেন। এছাড়াও কানাডার সাসকাটন এলাকায় একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগের মিটিংয়ে কেন তিনি অংশ নিয়েছিলেন সেই প্রশ্নের উওর তিনি দিতে পারেননি। শুধু আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষেই ছিলেন। ফারিয়া জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। ফারিয়ার মামলার তদন্ত-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, শনিবার রাতে থাইল্যান্ড যাওয়ার পথে নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে পুলিশ তাকে ভাটারা থানার একটি মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠায়। যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল ওই মামলায় তিনি এজাহার নামীয় আসামি। ভিকটিম এনামুল ফারিয়াকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করে মামলার এজাহারে অভিযোগ আনেন। গতকাল তিনি আদালত থেকে জামিন পেয়ে কারামুক্তি লাভ করেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন অতিরিক্ত কমিশনার জানান, ‘ফারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বক্তব্যে কিছুটা গরমিল পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয়েছে, তাকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য আবার ডাকা হবে। তিনি পুলিশের এই কথায় সায় দিয়েছেন। তিনি পুলিশকে বলেছেন, পুলিশ যখন তাকে ডাকবে তখনই তিনি আসবেন।’
সার্বিক বিষয়ে জানতে নুসরাত ফারিয়ার সঙ্গে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, গত ১৫ দিন থেকেই ফারিয়া নজরদারিতে ছিলেন। তার কয়েকটি অডিও টেপ গোয়েন্দাদের হাতে এসেছিল। এতে তার কর্মকাণ্ড ও গতিবিধি আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ হয়। বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে তার বিদেশ যাওয়ার বিষয়টি নিষেধাজ্ঞা দেয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। এরপরই তাকে আটক করা হয়।
সূত্র জানায়, বিমানবন্দরে ফারিয়াকে আটকের পর থানা গারদে নিরাপত্তার কথা ভেবে তাকে ডিবির গারদে আনা হয়। সেখানেও তাকে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের সময় তিনি মানসিক অবসাদ ও হতাশায় ভুগছিলেন এবং এক কথার সঙ্গে আরেক কথার মিল পাননি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা।
সূত্র জানায়, ফারিয়ার পর আরেকজন অভিনেত্রী পুলিশের নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে। তার নাম জ্যোতিকা জ্যোতি। জুলাই-আগস্ট আন্দোলনকারীদের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। ফারিয়ার সঙ্গে তার লিয়াজোঁ পাওয়া গেছে। জ্যোতির প্রতিবেশী রাষ্ট্রের একটি থিংকট্রাঙ্ক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে বলে সূত্র নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, জ্যোতি পুলিশের নজরদারিতে আছেন।
পুলিশ আরো জানিয়েছে, ফারিয়ার রিমান্ড পুলিশ ইচ্ছা করেই চায়নি। এতে তিনি দ্রুতই জামিনে মুক্তি পেয়েছেন। ফারিয়ার গ্রেপ্তার ও তার দ্রুত মুক্তি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, আমরা আজ অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিনের জন্য আবেদন করি। শুনানি শেষে ৫ হাজার টাকা বন্ডে পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করেনি আদালত। এদিকে, জামিন পেয়ে ফারিয়া গতকাল বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে আসেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
জামিনে মুক্তি পেয়ে ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি লেখেন, আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমন কী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট-ভালোবাসা আমি আজীবন মনে রাখব। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদের, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সব সময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।
চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর তোলপাড় সৃষ্টি হয় বিভিন্ন মহলে। তার মতো একজন সেলিব্রেটিকে গ্রেপ্তার করা নিয়ে নানা প্রশ্ন সৃষ্টি হয়। তবে গতকাল মঙ্গলবার তিনি জামিনে মুক্তি লাভ করেছেন।
পুলিশ জানিয়েছে, ফারিয়া ৫ আগস্টের পর ৩ বার বিদেশে গেছেন। ওই সময় তাকে ইমিগ্রেশনে আটকানো হয়নি। স্বাভাবিকভাবে অন্যদের মতোই তিনি বিদেশে গেছেন এবং দেশে ফিরে এসেছেন। কিন্তু এবার থাইল্যান্ডে যাওয়ার সময় শুধু আটকে দেওয়াই হয়নি, তাকে ভাটারা থানার একটি মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিমানবন্দরে ইমিগ্রেশনে আটকের পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করেছেন।
এছাড়াও আলাদা একটি গোয়েন্দা সংস্থাও তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে সূত্র নিশ্চিত করেছে। ভাটারা থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশ তাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি দুই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পুলিশ তাকে জিজ্ঞাসা করেছিল যে, কলকাতায় বাহাউদ্দিন নাছিমের সঙ্গে কেন তিনি যোগাযোগ করেছেন?
সেই প্রশ্নের উওরে তিনি নীরব ছিলেন। এছাড়াও কানাডার সাসকাটন এলাকায় একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগের মিটিংয়ে কেন তিনি অংশ নিয়েছিলেন সেই প্রশ্নের উওর তিনি দিতে পারেননি। শুধু আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষেই ছিলেন। ফারিয়া জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। ফারিয়ার মামলার তদন্ত-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, শনিবার রাতে থাইল্যান্ড যাওয়ার পথে নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে পুলিশ তাকে ভাটারা থানার একটি মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠায়। যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল ওই মামলায় তিনি এজাহার নামীয় আসামি। ভিকটিম এনামুল ফারিয়াকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করে মামলার এজাহারে অভিযোগ আনেন। গতকাল তিনি আদালত থেকে জামিন পেয়ে কারামুক্তি লাভ করেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন অতিরিক্ত কমিশনার জানান, ‘ফারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বক্তব্যে কিছুটা গরমিল পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয়েছে, তাকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য আবার ডাকা হবে। তিনি পুলিশের এই কথায় সায় দিয়েছেন। তিনি পুলিশকে বলেছেন, পুলিশ যখন তাকে ডাকবে তখনই তিনি আসবেন।’
সার্বিক বিষয়ে জানতে নুসরাত ফারিয়ার সঙ্গে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, গত ১৫ দিন থেকেই ফারিয়া নজরদারিতে ছিলেন। তার কয়েকটি অডিও টেপ গোয়েন্দাদের হাতে এসেছিল। এতে তার কর্মকাণ্ড ও গতিবিধি আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ হয়। বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে তার বিদেশ যাওয়ার বিষয়টি নিষেধাজ্ঞা দেয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। এরপরই তাকে আটক করা হয়।
সূত্র জানায়, বিমানবন্দরে ফারিয়াকে আটকের পর থানা গারদে নিরাপত্তার কথা ভেবে তাকে ডিবির গারদে আনা হয়। সেখানেও তাকে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের সময় তিনি মানসিক অবসাদ ও হতাশায় ভুগছিলেন এবং এক কথার সঙ্গে আরেক কথার মিল পাননি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা।
সূত্র জানায়, ফারিয়ার পর আরেকজন অভিনেত্রী পুলিশের নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে। তার নাম জ্যোতিকা জ্যোতি। জুলাই-আগস্ট আন্দোলনকারীদের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। ফারিয়ার সঙ্গে তার লিয়াজোঁ পাওয়া গেছে। জ্যোতির প্রতিবেশী রাষ্ট্রের একটি থিংকট্রাঙ্ক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে বলে সূত্র নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, জ্যোতি পুলিশের নজরদারিতে আছেন।
পুলিশ আরো জানিয়েছে, ফারিয়ার রিমান্ড পুলিশ ইচ্ছা করেই চায়নি। এতে তিনি দ্রুতই জামিনে মুক্তি পেয়েছেন। ফারিয়ার গ্রেপ্তার ও তার দ্রুত মুক্তি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, আমরা আজ অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিনের জন্য আবেদন করি। শুনানি শেষে ৫ হাজার টাকা বন্ডে পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করেনি আদালত। এদিকে, জামিন পেয়ে ফারিয়া গতকাল বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে আসেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
জামিনে মুক্তি পেয়ে ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি লেখেন, আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমন কী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট-ভালোবাসা আমি আজীবন মনে রাখব। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদের, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সব সময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
১৪ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩০ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে