নতুন সিনেমার ঘোষণা শাকিব খানের

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৮: ৫৫

শাকিব খান গত ৯ জুলাই আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার চার দিন পর মার্কিন মুলুকে পাড়ি জমান তিনি। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছিলেন, নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছেন। ওই পোস্টের মাধ্যমে দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছিলেন শাকিব।

অবশেষে শুক্রবার নিজের ফেসবুকে আগামী ঈদুল ফিতরের ছবির নাম জানালেন শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবির নাম ‘প্রিন্স’। ছবির ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। পোস্টারে দেখা গেছে, দুই হাতে অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছেন শাকিব। পোস্টারে অভিনেতার পেছন থেকে দেখানো হয়েছে। অস্ত্র হাতে অনেকগুলো মানুষ তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছেন, যা সংঘর্ষের ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা উত্তরা, আসকোনা, বাড্ডা, গেণ্ডারিয়া, শাঁখারীবাজার, কারওয়ান বাজার, কাফরুল, মোহাম্মদপুর ও গাবতলীকে একটি মানচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পোস্টার দেখে ধারণা করা হচ্ছে, গল্পটি ঢাকা শহরের গ্যাং, ক্ষমতা, রাজনীতি বা অপরাধ জগতের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

পোস্টের ক্যাপশনে শাকিব লিখেছেন, 'ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের! শহর চিনবে তার আসল নায়ককে! এলো জীবন্ত এক কিংবদন্তি। এর সঙ্গে একটি আগুনের ইমোজিও ব্যবহার করেছেন তিনি। এরপর লেখেন, হ্যাশট্যাগ ‘প্রিন্স : ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। একটি গল্প, যেখানে শহরের দেখা মেলে তার কিংবদন্তির। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ড।'

ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শাকিব খানের নতুন সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। জানা গেছে, চীনের টেকনিশিয়ানরা কাজ করবেন এ সিনেমায়। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির সঙ্গে সঙ্গে চীনেও একযোগে মুক্তি পাবে শাকিবের আসন্ন সিনেমা। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত